ঢাবি কুইজ সোসাইটির সভাপতি আলভী, সম্পাদক ইমন

  • Update Time : ১১:০২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • / 119

জাননাহ, ঢাবি প্রতিনিধি

“ক্ষমা করো ধৈর্য ধরো
হউক সুন্দরতর
বিদায়ের ক্ষণ…”
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই এই প্রত্যাশা ব্যক্ত ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির (ডিইউকিউএস) ২০২৪-২৫ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী আংশিক কমিটি ঘোষণা করা হলো।আংশিক কমিটিতে মোট ১২ জন সদস্যের নাম ঘোষণা করা হয়।

সোমবার (১১ মার্চ) দুপুরে টিএসসিস্থ টিচার্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মুহম্মদ মাহবুবুর রহমান এবং ড. রায়হান সরকার।

সম্মেলনে কুইজ সোসাইটির চলতি বছরের জন্য ইনজামামুল হক খান আলভী-কে সভাপতি এবং মোহতাসিন বিল্লাহ ইমন-কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেয়া হয়। সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ওয়াসি আহমেদ এবং কানিজ ফাতেমা আঁখি।

এ সময় আগামী ৩০ দিনের মধ্যে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ প্রদান করা হয়।

উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন টিএসসি-র উপ পরিচালক জনাব নজির আহমেদ সিমাব এবং সহকারী পরিচালক রফিকুল ইসলাম সুজন । নব নিযুক্ত কমিটির হাতে ক্রেস্ট তুলে দিয়ে সাংগঠনিক দায়িত্ব হস্তান্তর করেন সদ্য সাবেক কমিটির সভাপতি রিমন আল মাহদী এবং সাধারন সম্পাদক শোয়াইব রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সোসাইটির সাধারণ সদস্যগণ।

নবনিযুক্ত কমিটির উদ্দেশ্যে সংগঠনের মডারেটর মহোদয়গণ শুভেচ্ছা ব্যক্ত করেন। তারা তাদের বক্তব্যের সংগঠনের ভবিষ্যৎ কার্যাবলী সম্পর্কে দিকনির্দেশনা দেন এবং সোসাইটির সকল কর্মকান্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রসঙ্গত, ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি জ্ঞান চর্চার অন্যতম একটি সংগঠন। সংগঠনটি ২০১৫ সালের ৫ই মে যাত্রা শুরু করে এবং ক্রমেই বিস্তার লাভ করে চলেছে।নিয়মিত কার্যক্রম হিসেবে সাপ্তাহিক সেশন,ওয়ার্কশপ, সেমিনারের পাশাপাশি সারা বছর জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে আসছে।তাইতো এই সোসাইটির সদস্য সংখ্যা ক্রমবর্ধমান।জ্ঞান চর্চা, জ্ঞানের প্রসার এবং জ্ঞান নির্ভর একটি জাতি গঠনে কুইজ সোসাইটির এই পথচলা নিরন্তর, অবিরাম।

Tag :

Please Share This Post in Your Social Media


ঢাবি কুইজ সোসাইটির সভাপতি আলভী, সম্পাদক ইমন

Update Time : ১১:০২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

জাননাহ, ঢাবি প্রতিনিধি

“ক্ষমা করো ধৈর্য ধরো
হউক সুন্দরতর
বিদায়ের ক্ষণ…”
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই এই প্রত্যাশা ব্যক্ত ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির (ডিইউকিউএস) ২০২৪-২৫ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী আংশিক কমিটি ঘোষণা করা হলো।আংশিক কমিটিতে মোট ১২ জন সদস্যের নাম ঘোষণা করা হয়।

সোমবার (১১ মার্চ) দুপুরে টিএসসিস্থ টিচার্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মুহম্মদ মাহবুবুর রহমান এবং ড. রায়হান সরকার।

সম্মেলনে কুইজ সোসাইটির চলতি বছরের জন্য ইনজামামুল হক খান আলভী-কে সভাপতি এবং মোহতাসিন বিল্লাহ ইমন-কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেয়া হয়। সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ওয়াসি আহমেদ এবং কানিজ ফাতেমা আঁখি।

এ সময় আগামী ৩০ দিনের মধ্যে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ প্রদান করা হয়।

উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন টিএসসি-র উপ পরিচালক জনাব নজির আহমেদ সিমাব এবং সহকারী পরিচালক রফিকুল ইসলাম সুজন । নব নিযুক্ত কমিটির হাতে ক্রেস্ট তুলে দিয়ে সাংগঠনিক দায়িত্ব হস্তান্তর করেন সদ্য সাবেক কমিটির সভাপতি রিমন আল মাহদী এবং সাধারন সম্পাদক শোয়াইব রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সোসাইটির সাধারণ সদস্যগণ।

নবনিযুক্ত কমিটির উদ্দেশ্যে সংগঠনের মডারেটর মহোদয়গণ শুভেচ্ছা ব্যক্ত করেন। তারা তাদের বক্তব্যের সংগঠনের ভবিষ্যৎ কার্যাবলী সম্পর্কে দিকনির্দেশনা দেন এবং সোসাইটির সকল কর্মকান্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রসঙ্গত, ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি জ্ঞান চর্চার অন্যতম একটি সংগঠন। সংগঠনটি ২০১৫ সালের ৫ই মে যাত্রা শুরু করে এবং ক্রমেই বিস্তার লাভ করে চলেছে।নিয়মিত কার্যক্রম হিসেবে সাপ্তাহিক সেশন,ওয়ার্কশপ, সেমিনারের পাশাপাশি সারা বছর জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে আসছে।তাইতো এই সোসাইটির সদস্য সংখ্যা ক্রমবর্ধমান।জ্ঞান চর্চা, জ্ঞানের প্রসার এবং জ্ঞান নির্ভর একটি জাতি গঠনে কুইজ সোসাইটির এই পথচলা নিরন্তর, অবিরাম।