ট্রফি নিয়ে দেশে ফিরলেন সাফজয়ী নারীরা

  • Update Time : ০৪:৪৫:০২ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
  • / 128

স্পোর্টস ডেস্ক

নেপালে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক ফুটবল প্রতিযোগিতা সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।

সোমবার (১১ মার্চ) বাংলাদেশ বিমান এয়ালাইন্সের একটি ফ্লাইকে বিকেল ৩টা ৫ মিনিটে হযরত শাহজালাল বিমান বন্দরে পা রাখেন লাল-সবুজের প্রতিনিধিরা।

ফাইনালে নির্ধারিত সময় শেষেও ১-১ গোলে ড্র হলে, টাইব্রেকারে ৩-২ গোলে ভারতকে হারিয়ে ট্রাফি নিয়ে দেশে ফিরেছে সাফজয়ী মেয়েরা।

বিমান বন্দরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ্য থেকে তাদের ফুল দিয়ে বরণ করা হয়।

টাইব্রেকারে জয়ের নায়ক গোলরক্ষক ইয়ারজান বেগম। ভারতের পাঁচ শটের মধ্যে ৩টিই তিনি ফিরিয়ে দেন। বিশেষ করে ভারতের শেষ শটটি সেভ করতে পারায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার উল্লাস করতে পেরেছে।

এদিকে মাঠে বাংলার মেয়েদের এমন পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ দেশের ক্রীড়াবোদ্ধারা। এবার সেই তালিকায় যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। মাঠে বাংলার দামাল মেয়েদের এমন দাপুটে পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এবার প্রধানমন্ত্রীর তরফ থেকে অর্থ পুরস্কার পাচ্ছেন সাফ শিরোপাজয়ীরা।

Tag :

Please Share This Post in Your Social Media


ট্রফি নিয়ে দেশে ফিরলেন সাফজয়ী নারীরা

Update Time : ০৪:৪৫:০২ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪

স্পোর্টস ডেস্ক

নেপালে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক ফুটবল প্রতিযোগিতা সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।

সোমবার (১১ মার্চ) বাংলাদেশ বিমান এয়ালাইন্সের একটি ফ্লাইকে বিকেল ৩টা ৫ মিনিটে হযরত শাহজালাল বিমান বন্দরে পা রাখেন লাল-সবুজের প্রতিনিধিরা।

ফাইনালে নির্ধারিত সময় শেষেও ১-১ গোলে ড্র হলে, টাইব্রেকারে ৩-২ গোলে ভারতকে হারিয়ে ট্রাফি নিয়ে দেশে ফিরেছে সাফজয়ী মেয়েরা।

বিমান বন্দরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ্য থেকে তাদের ফুল দিয়ে বরণ করা হয়।

টাইব্রেকারে জয়ের নায়ক গোলরক্ষক ইয়ারজান বেগম। ভারতের পাঁচ শটের মধ্যে ৩টিই তিনি ফিরিয়ে দেন। বিশেষ করে ভারতের শেষ শটটি সেভ করতে পারায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার উল্লাস করতে পেরেছে।

এদিকে মাঠে বাংলার মেয়েদের এমন পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ দেশের ক্রীড়াবোদ্ধারা। এবার সেই তালিকায় যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। মাঠে বাংলার দামাল মেয়েদের এমন দাপুটে পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এবার প্রধানমন্ত্রীর তরফ থেকে অর্থ পুরস্কার পাচ্ছেন সাফ শিরোপাজয়ীরা।