ঢাবিতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে কুরআন তিলাওয়াত
- Update Time : ০১:৫০:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / 145
জাননাহ, ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি সাহিত্য পরিষদের উদ্যোগে কুরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এ আয়োজন করা হয়। আগত শিক্ষার্থীদের মাঝে টুপি ও বিতরণ করা হয়।
রবিবার (১০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন বটতলায় এই তেলাওয়াত আসরের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। এসময় অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের মাঝে টুপি বিতরণ করে আরবি সাহিত্য পরিষদ ।
এ প্রসঙ্গে পরিষদের সভাপতি আশিক বিল্লাহ বলেন, আল্লাহর রহমতে আমরা কুরআনের মাসকে কুরআন তেলাওয়াতের আবেশে স্বাগত জানিয়েছি। রমজান কেন্দ্রীক আবেগ সকল মুসলমানদের, সেই আবেগকে কুরআনের রস আস্বাদনের মাধ্যমে ফলপ্রসূ করে তোলার আহ্বান জানিয়েই আমাদের এই ছোট্ট পরিসরের ক্বেরাত সম্মেলন।
পরিষদের সাংগঠনিক সম্পাদক ইউনুছ শামিম বলেন, রমজান আত্মশুদ্ধি ও পুনর্জাগরণের মাস। পবিতে এ মাসেই কুরআন শরীফ নাজিল হয়েছে। তাই কুরআন অবতীর্ণের মাসকে কুরআন তিলাওয়াতের মাধ্যমেই স্বাগত জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।