ডাঃ তারেকের নেতৃত্বে রোহিংগা ক্যাম্পে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন সম্পন্ন
- Update Time : ০৩:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / 84
কুমিল্লা প্রতিনিধি
স্বাস্থ্যসেবা দিতে রোহিঙ্গা ক্যাম্পে ডা. তারেকের নেতৃত্বে একঝাক তরুন চিকিৎসকদের নিয়ে ফ্রী মেডিকেল চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফ্রী মেডিকেল ক্যাম্প উপলক্ষে ডিজিটাল ডিভাইস খাৎনা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জানা যায়, ওই ক্যাম্পের প্রায় ৫ শতাধিক রোহিঙ্গা শিশুদের সুন্নতে খাৎনা করানো হয়। এ কার্যক্রমে সার্ভিক তত্ত্বাবধানে ছিলেন ডাঃ এম ওয়াই পারভেজ (এম বি বি এস)। পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন ডাঃ মুহাম্মদ তারেক। এ ছাড়াও সার্বিক সহায়তায় ছিলেন কুমিল্লা থেকে চিকিৎসক এস এম আতিকুল ইসলাম, মুহাম্মদ জহিরুল ইসলাম, নুরুল ইসলাম, পারভেজ হোসাইন, সহ প্রায় শতাধিক চিকিৎসক।
ডাঃ আতিকুল ইসলান বলেন, মানবতার সেবা হচ্ছে চিকিৎসকদের মহান পেশা। তাই সকলের স্ব স্ব স্থান থেকে মানবতার সেবায় এগিয়ে আসা উচিত। এ প্রোগ্রামে সকল চিকিৎসকরা কোন ধরনের পারিশ্রমিক ছাড়া সেচ্ছা চিকিৎসা সেবা প্রদান করেছেন।
চিকিৎসা কার্যক্রম বিষয় নিয়ে ডাঃ মুহাম্মদ তারেক বলেন, রোহিঙ্গা মুসলিম ভাইদের মানবিক সহায়তা করা সকলের ইমানি দ্বায়িত্ব। মানুষের পাশে আমরা থাকব, আমাদের এই সেবা চলমান থাকবে।