টানা ছয় কার্যদিবস পর সূচকের উত্থান

  • Update Time : ০২:৫০:২৬ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
  • / 72

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষে হয়েছে। অপরদিকে গতদিনের চেয়ে টাকার অংকে কমেছে লেনদেনের পরিমান। গত ২৭ ফেব্রুয়ারি থেকে সূচক কমতে থাকলেও আজ তা বেড়েছে। টানা ছয় কার্যদিবস পর ডিএসইর সব সূচকের উত্থান দেখা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০৬ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৪ দশমিক ৯৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ১৬৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১৩৪৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ২১০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৭৩০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৪৩ কোটি ৭২ লাখ টাকা।

বুধবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৬টি কোম্পানির, বিপরীতে ১৫৫ কোম্পানির দর কমেছে। আর ৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


টানা ছয় কার্যদিবস পর সূচকের উত্থান

Update Time : ০২:৫০:২৬ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষে হয়েছে। অপরদিকে গতদিনের চেয়ে টাকার অংকে কমেছে লেনদেনের পরিমান। গত ২৭ ফেব্রুয়ারি থেকে সূচক কমতে থাকলেও আজ তা বেড়েছে। টানা ছয় কার্যদিবস পর ডিএসইর সব সূচকের উত্থান দেখা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০৬ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৪ দশমিক ৯৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ১৬৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১৩৪৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ২১০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৭৩০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৪৩ কোটি ৭২ লাখ টাকা।

বুধবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৬টি কোম্পানির, বিপরীতে ১৫৫ কোম্পানির দর কমেছে। আর ৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।