ঢাবি জাপানিজ স্টাডিজ বিভাগের সাত বছর পূর্তি উপলক্ষে ৩ দিনব্যাপী উৎসব
- Update Time : ০৬:০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
- / 122
জাননাহ, ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের সাত বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী Japanese Studies Day (DJS Carnival: Academic, Sports and Culture 2024) আয়োজন করা হয়েছে।
৩ মার্চ থেকে ৫ মার্চ ২০২৪ এই তিন দিনব্যাপী অনুষ্ঠান ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে ও বিভাগের প্রাঙ্গণে চলবে একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম। অনুষ্ঠানগুলোতে সভাপতিত্ব করবেন বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলম।
রবিবার (৩ মার্চ) মোজাফফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তা উদ্বোধন করেছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউভিশন সলিউশন্স লিমিটেডের মহাপরিচালক তারেক রাফি ভূঁইয়া জুন, বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সেহেলি সাব্রিন এবং জাপান ফাউন্ডেশনর দিল্লীর ব্যবস্থাপনা পরিচালক কোজি সাতো।
এছাড়া সম্মানীত অতিথি হিসেবে ছিলেন সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক জনাব শিবলী নোমান।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) বলেন, জাপানিজ স্টাডিজ বিভাগ অপেক্ষাকৃত নতুন হলেও শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমে পুরো বিশ্ববিদ্যালয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। এছাড়াও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্কের ক্ষেত্রে এই বিভাগ অন্যান্যদের জন্য উদাহরণ সৃষ্টি করেছে।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব তারেক বলেন, এই বিভাগের শিক্ষার্থীদের জন্য জাপানিজ কোম্পানিগুলোতে কাজ করার অবারিত সুযোগ রয়েছে। ইতোমধ্যে যারা কাজ করছেন, তারা বেশ সুনামের সাথে এই বিভাগের নাম সমুজ্জ্বল করছেন।
বিশেষ অতিথি বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সেহেলি সাব্রিন বলেন, এই বিভাগ জাপান-বাংলাদেশ সম্পর্ক অন্য পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে।
বিশেষ অতিথি জাপান ফাউন্ডেশন দিল্লীর ব্যবস্থাপনা পরিচালক কোজি সাতো বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং Japanese Studies Day উদযাপন একটি বিরল ঘটনা হিসেবে উল্লেখ করেন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), মিতসুবিশি কর্পোরেশন লিমিটেড, নিউভিশন সলিউশন্স লিমিটেড, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স এর প্রতিনিধিসহ আরো অনেক সংশ্লিষ্ট দেশি-বিদেশি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে আছে ACI Motors, কো-স্পন্সর IDLC PLC, প্লাটিনাম স্পন্সর Lion Kallol Limited এবং গোল্ড স্পন্সর হিসেবে Yuasa Battery।
উল্লেখ্য,ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম অঞ্চল অধ্যয়নবিভাগ জাপানিজ স্টাডিজ বিভাগ জাপান ও পূর্ব এশিয়ার অর্থনীতি, রাজনীতি, ব্যবসা, সমাজ, জাপানি ভাষা-সাহিত্য-সংস্কৃতি, দর্শন, ধর্ম, আন্তর্জাতিক সম্পর্ক ও বিভিন্ন দিক নিয়ে গবেষণা ও অধ্যয়ন করে আসছে।