ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- Update Time : ০২:৪২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
- / 168
জাননাহ, ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ সেশনের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মার্চ) সকাল ১১টায় শুরু হয়ে ১২টা ৩০ মিনিটে শেষ হয় এ পরীক্ষা। সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষা অনেক শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকা সহ দেশের অন্য ৭ টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় ১ হাজার ৮৫১ টি আসনের বিপরীতে ১ লাখ ২২হাজার ১৮৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন। সে হিসেবে একটি আসনের বিপরীতে রয়েছেন ৬৬ জন শিক্ষার্থী ।
সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা, গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানান উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়াসহ সংশ্লিষ্টরা কার্জন হল ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের জন্য সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ অংশের জন্য ৪৫ মিনিট। আর ৪০ মার্কের লিখিত অংশের জন্য বরাদ্দ ৪৫ মিনিট। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।