আওয়ামী লীগ স্ববিরোধী এবং প্রতারক: রিজভী

  • Update Time : ০৩:৫৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • / 84

সরকার ও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ গণতন্ত্রের আন্দোলনকে বন্দি করে রেখেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন মন্তব্য করেন তিনি।

এসময় আওয়ামী লীগকে স্ববিরোধী এবং প্রতারক বলেও আখ্যা দেন রিজভী। তারা নিজেদের অপকর্ম সবসময় ভুলে যায় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

রিজভী বলেন, ৫২’র ভাষা আন্দোলনের প্রেরণায় বিএনপি গণতন্ত্র রক্ষায় প্রতিবাদ করে যাচ্ছে। সামনেও প্রতিবাদ করে যাবে। একুশের চেতনার মূল উপাদান মানুষের অধিকার নিশ্চিত করা।

তিনি আরও বলেন, আমরা প্রাণ খুলে কথা বলতে পারি না। নির্বিঘ্নে চলাচল করতে পারি না। আমাদের অবরুদ্ধ করার জন্য রাষ্ট্রশক্তি আক্রমণ চালাচ্ছে। গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। জুলুম-নিপীড়ন চালিয়ে এবং ২৫ হাজার নেতাকর্মীকে বন্দি করে রাখার পরও বিএনপির কর্মীরা নতুন সংগ্রামে উদ্বুদ্ধ হচ্ছে। একুশই আমাদের এই প্রেরণা যোগায়। আমরা আমাদের লক্ষ্য অর্জনে সফল হব।

বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ ডালপালা ছড়াচ্ছে, ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তাদের ঝুলিতে আর কিছু নেই। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে। এমনকি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাকেও নিরুদ্দেশ করেছে। আওয়ামী লীগ বিভিন্নভাবে আবোল-তাবোল কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে।

Tag :

Please Share This Post in Your Social Media


আওয়ামী লীগ স্ববিরোধী এবং প্রতারক: রিজভী

Update Time : ০৩:৫৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪

সরকার ও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ গণতন্ত্রের আন্দোলনকে বন্দি করে রেখেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন মন্তব্য করেন তিনি।

এসময় আওয়ামী লীগকে স্ববিরোধী এবং প্রতারক বলেও আখ্যা দেন রিজভী। তারা নিজেদের অপকর্ম সবসময় ভুলে যায় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

রিজভী বলেন, ৫২’র ভাষা আন্দোলনের প্রেরণায় বিএনপি গণতন্ত্র রক্ষায় প্রতিবাদ করে যাচ্ছে। সামনেও প্রতিবাদ করে যাবে। একুশের চেতনার মূল উপাদান মানুষের অধিকার নিশ্চিত করা।

তিনি আরও বলেন, আমরা প্রাণ খুলে কথা বলতে পারি না। নির্বিঘ্নে চলাচল করতে পারি না। আমাদের অবরুদ্ধ করার জন্য রাষ্ট্রশক্তি আক্রমণ চালাচ্ছে। গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। জুলুম-নিপীড়ন চালিয়ে এবং ২৫ হাজার নেতাকর্মীকে বন্দি করে রাখার পরও বিএনপির কর্মীরা নতুন সংগ্রামে উদ্বুদ্ধ হচ্ছে। একুশই আমাদের এই প্রেরণা যোগায়। আমরা আমাদের লক্ষ্য অর্জনে সফল হব।

বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ ডালপালা ছড়াচ্ছে, ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তাদের ঝুলিতে আর কিছু নেই। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে। এমনকি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাকেও নিরুদ্দেশ করেছে। আওয়ামী লীগ বিভিন্নভাবে আবোল-তাবোল কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে।