বিনিয়ামীন পিয়াস এর প্রথম গল্পগ্রন্থ ‘পৃথিবীর সব সুর থেমে গেলে পর’
- Update Time : ১২:০০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
- / 149
রেজা শাহীন:
অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশিত হচ্ছে বিনিয়ামীন পিয়াস এর প্রথম গল্পগ্রন্থ ‘পৃথিবীর সব সুর থেমে গেলে পর।’ বইটি প্রকাশ করছে সতীর্থ প্রকাশনা, প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ।
দীর্ঘদিন ধরেই লেখালিখির সাথে যুক্ত আছেন বিনিয়ামীন পিয়াস। প্রথম সারির একাধিক জাতীয় দৈনিকসহ লিখেছেন বিভিন্ন জনপ্রিয় ম্যাগাজিন ও যৌথ গল্প সংকলনে। ফিকশনের পাশাপাশি গ্রন্থ সমালোচনাও লিখেছেন অসংখ্য, তার জন্য পুরষ্কারও পেয়েছেন একাধিক৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন তিনি।
তেরোটি সায়েন্স ফিকশন ও পরাবাস্তব গল্প নিয়ে প্রকাশিত ‘পৃথিবীর সব সুর থেমে গেলে পর’ তার প্রথম প্রথম প্রিন্ট বই। এর আগে ই-বুক প্ল্যাটফর্ম বইঘরে প্রকাশিত হয়েছে ‘দি ইকুয়েশন অফ ডেথ,’ ‘আজ রাতে কোনো অপকথা নয়,’ এবং ‘বুড়ো পৃথিবী,’ নামে তার আরো তিনটি গল্প সংকলন। পত্রিকা ও ম্যাগাজিন মিলিয়ে ইতোমধ্যেই তার পঞ্চাশেরও অধিক গল্প ছাপা হয়েছে।
অমর একুশে বইমেলা ২০২৪ এ বইটি পাওয়া যাবে সতীর্থ প্রকাশনার ৪৩৯ নাম্বার স্টলে। রকমারি ডট কম, বইফেরী, বিডি বুকস, পিবিএস বুকশপসহ দেশের বিভিন্ন বুকশপে পাওয়া যাবে বইটি।