ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠনের সভাপতি রাসেল, সম্পাদক লিংকন

  • Update Time : ১০:০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
  • / 184

বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া (বিআইএসএসি)’র নির্বাচনে রাসেল মাহমুদ জুয়েলকে সভাপতি এবং লিংকন আহমেদতে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ব্যতিক্রমী পদ্ধতিতে এই নির্বাচন সম্পন্ন হয়। সংগঠনের সদস্যরা তাদের পছন্দের মোট দুইজনকে ভোট প্রদান করেন। সেখানে কেউ সভাপতি বা সাধারণ সম্পাদক পদে প্রার্থী হননি। এই আয়োজনে সবচেয়ে বেশি ভোট পেয়ে সভাপতি হয়েছেন রাসেল। আর দ্বিতীয় হয়ে সাধারণ সম্পাদক হয়েছেন লিংকন। সভাপতি এবং সম্পাদক মিলে সংগঠনের অন্যসদস্যদের মনোনয়ন দিবেন।

গত ২১ জানুয়ারি দেশটির লস এঞ্জেলসের রোজমিট পার্কে ১৬ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা মিলিত হন।

এদিন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এক মনোমুগ্ধকর মিলনমেলায় পরিণত হয়। শিক্ষার্থীদের এ আয়োজনের ছিল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন, র‌্যাফেল ড্রসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

হাসি-গান, আনন্দ আর খেলাধুলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপভোগ করেন ক্যালিফোর্নিয়ার ১৬ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা।

ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সম্পর্কের ভিত্তিকে আরও মজবুত করার লক্ষ্যে এ আয়োজন বলে জানান আয়োজকরা।

Tag :

Please Share This Post in Your Social Media


ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠনের সভাপতি রাসেল, সম্পাদক লিংকন

Update Time : ১০:০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪

বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া (বিআইএসএসি)’র নির্বাচনে রাসেল মাহমুদ জুয়েলকে সভাপতি এবং লিংকন আহমেদতে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ব্যতিক্রমী পদ্ধতিতে এই নির্বাচন সম্পন্ন হয়। সংগঠনের সদস্যরা তাদের পছন্দের মোট দুইজনকে ভোট প্রদান করেন। সেখানে কেউ সভাপতি বা সাধারণ সম্পাদক পদে প্রার্থী হননি। এই আয়োজনে সবচেয়ে বেশি ভোট পেয়ে সভাপতি হয়েছেন রাসেল। আর দ্বিতীয় হয়ে সাধারণ সম্পাদক হয়েছেন লিংকন। সভাপতি এবং সম্পাদক মিলে সংগঠনের অন্যসদস্যদের মনোনয়ন দিবেন।

গত ২১ জানুয়ারি দেশটির লস এঞ্জেলসের রোজমিট পার্কে ১৬ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা মিলিত হন।

এদিন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এক মনোমুগ্ধকর মিলনমেলায় পরিণত হয়। শিক্ষার্থীদের এ আয়োজনের ছিল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন, র‌্যাফেল ড্রসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

হাসি-গান, আনন্দ আর খেলাধুলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপভোগ করেন ক্যালিফোর্নিয়ার ১৬ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা।

ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সম্পর্কের ভিত্তিকে আরও মজবুত করার লক্ষ্যে এ আয়োজন বলে জানান আয়োজকরা।