উদ্বোধনী ম্যাচে শরিফুলের হ্যাটট্রিকে কুমিল্লার পুঁজি ১৪৩

  • Update Time : ০৪:৫৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
  • / 89

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের উদ্বোধনী ম্যাচের সপ্তদশ ওভার পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উইকেট পড়েছিল মাত্র একটি। তারপরও দুর্দান্ত ঢাকার বিপক্ষে বড় সংগ্রহ পেল না তারা। শেষ দুই ওভারে হুড়মুড়িয়ে ৫ উইকেট হারিয়ে ফেলে গত বারের চ্যাম্পিয়নরা।

এরমধ্যে ইনিংসের ২০তম ওভারে শেষ তিন বলে তিন উইকেট শিকার করে এই কীর্তি গড়েছেন শরিফুল। এতে একে একে ফিরিয়েছেন খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে।

দলীয় ১৩০ রানে যখন তাওহিদ হৃদয় বিদায় নেন তখন মনে হচ্ছিল বিপিএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচেই বড় সংগ্রহ পেতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। কিন্তু শেষ দিকে পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ১৪৩ রানে বেশি সংগ্রহ দাঁড় করাতে পারেনি কুমিল্লা।

শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুরে বিপিএলের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে এই রান করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। নেতৃত্বের হাত বদল হওয়ার পর কুমিল্লার অধিনায়ক হন লিটন। প্রথম ম্যাচটা স্মরণীয় করতে পারেননি তিনি। ১৬ বলে ১৩ রান করে চতুরঙ্গা ডি সিলভার বলে ক্যাচ দেন তিনি।

এরপর বড় এক জুটি পায় কুমিল্লা। তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে কুমিল্লাকে তিনবার অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন করা ইমরুল কায়েস দলের হয়ে হাল ধরেন। ৪২ বলে পূর্ণ করেন ফিফটি। হৃদয়ের সঙ্গে গড়েন ১০৭ রানের জুটি। ১৯তম ওভারে এসে এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। হৃদয় ফেরেন ৪১ বলে ৪৭ রান করে।

একই ওভারে উইকেট বিলিয়ে দেন ইমরুলও। তার ৫৬ বলে ৬৬ রানের ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ২ ছক্কায়। শেষ ওভারের শেষ তিন বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন ঢাকার শরিফুল ইসলাম। খুশদিল শাহ, রস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ফেরান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media


উদ্বোধনী ম্যাচে শরিফুলের হ্যাটট্রিকে কুমিল্লার পুঁজি ১৪৩

Update Time : ০৪:৫৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের উদ্বোধনী ম্যাচের সপ্তদশ ওভার পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উইকেট পড়েছিল মাত্র একটি। তারপরও দুর্দান্ত ঢাকার বিপক্ষে বড় সংগ্রহ পেল না তারা। শেষ দুই ওভারে হুড়মুড়িয়ে ৫ উইকেট হারিয়ে ফেলে গত বারের চ্যাম্পিয়নরা।

এরমধ্যে ইনিংসের ২০তম ওভারে শেষ তিন বলে তিন উইকেট শিকার করে এই কীর্তি গড়েছেন শরিফুল। এতে একে একে ফিরিয়েছেন খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে।

দলীয় ১৩০ রানে যখন তাওহিদ হৃদয় বিদায় নেন তখন মনে হচ্ছিল বিপিএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচেই বড় সংগ্রহ পেতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। কিন্তু শেষ দিকে পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ১৪৩ রানে বেশি সংগ্রহ দাঁড় করাতে পারেনি কুমিল্লা।

শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুরে বিপিএলের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে এই রান করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। নেতৃত্বের হাত বদল হওয়ার পর কুমিল্লার অধিনায়ক হন লিটন। প্রথম ম্যাচটা স্মরণীয় করতে পারেননি তিনি। ১৬ বলে ১৩ রান করে চতুরঙ্গা ডি সিলভার বলে ক্যাচ দেন তিনি।

এরপর বড় এক জুটি পায় কুমিল্লা। তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে কুমিল্লাকে তিনবার অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন করা ইমরুল কায়েস দলের হয়ে হাল ধরেন। ৪২ বলে পূর্ণ করেন ফিফটি। হৃদয়ের সঙ্গে গড়েন ১০৭ রানের জুটি। ১৯তম ওভারে এসে এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। হৃদয় ফেরেন ৪১ বলে ৪৭ রান করে।

একই ওভারে উইকেট বিলিয়ে দেন ইমরুলও। তার ৫৬ বলে ৬৬ রানের ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ২ ছক্কায়। শেষ ওভারের শেষ তিন বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন ঢাকার শরিফুল ইসলাম। খুশদিল শাহ, রস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ফেরান তিনি।