খুলনায় নির্বাচনী ক্যাম্পের পাহারাদারের শরীরে আগুন দিলো দুর্বৃত্তরা

  • Update Time : ০৬:১৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • / 127

সাব্বির ফকির, খুলনা থেকে:

খুলনা-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের নির্বাচনী প্রচারণা ক্যাম্পের পাহারার দায়িত্বে থাকা হাসান ফারাজী নামে এক ব্যক্তির গায়ে কেরোসিন দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হাসান ফারাজী যোগীপোল এলাকার সোহরাব ফারাজীর ছেলে। আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ঘাড়ের দুই পাশে চুল ও কিছু অংশ পুড়ে গেছে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমতাজুল হক বলেন, এ ঘটনায় আজ দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে অভিযোগ দায়ের হবে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেন শুক্রবার (৫ জানুয়ারি) সকালে আহত কর্মীকে দেখতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এসময় তিনি জানান, বিএনপি-জামায়াতের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি ধারণা করছেন।

Tag :

Please Share This Post in Your Social Media


খুলনায় নির্বাচনী ক্যাম্পের পাহারাদারের শরীরে আগুন দিলো দুর্বৃত্তরা

Update Time : ০৬:১৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪

সাব্বির ফকির, খুলনা থেকে:

খুলনা-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের নির্বাচনী প্রচারণা ক্যাম্পের পাহারার দায়িত্বে থাকা হাসান ফারাজী নামে এক ব্যক্তির গায়ে কেরোসিন দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হাসান ফারাজী যোগীপোল এলাকার সোহরাব ফারাজীর ছেলে। আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ঘাড়ের দুই পাশে চুল ও কিছু অংশ পুড়ে গেছে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমতাজুল হক বলেন, এ ঘটনায় আজ দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে অভিযোগ দায়ের হবে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেন শুক্রবার (৫ জানুয়ারি) সকালে আহত কর্মীকে দেখতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এসময় তিনি জানান, বিএনপি-জামায়াতের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি ধারণা করছেন।