টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা একই গ্রুপে

  • Update Time : ১২:০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • / 115

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আগামী জুনে যৌথভাবে বসবে টি-২০ বিশ্বকাপের আসর। প্রথমবার ২০ দল নিয়ে অনুষ্ঠেয় আসরের গ্রুপ পর্ব নির্ধারণ হয়ে গেছে। নিয়ম অনুযায়ী, ২০ দলকে চার গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে আছে পাঁচটি করে দল।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে রাখা হয়েছে একই গ্রুপে। অন্য দিকে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পড়েছে গ্রুপ ‘ডি’তে। প্রভাবশালী সংবাদ মাধ্যম দি টেলিগ্রাফ এমনটাই দাবি করেছে। তারা জানিয়েছে, এরই মধ্যে আসরে অংশ নেওয়া বোর্ডগুলোকে তাদের প্রতিপক্ষ কারা সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। যা তাদের হাতে এসেছে।

গ্রুপ পর্বের ড্র অনুযায়ী, গ্রুপ ‘এ’ রয়েছে ভারত ও পাকিস্তান। গ্রুপ ‘বি’তে পড়েছে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদের গ্রুপে অস্ট্রেলিয়া থাকলেও অন্য তিন দল চ্যালেঞ্জ জানানোর মতো নয়। গ্রুপ ‘সি’ তে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ আছে। তাদের খেলতে হবে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে।

বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘ডি’ তে। ওই গ্রুপের শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা। এছাড়া সাম্প্রতিক প্রতিদ্বন্দ্বীতা ও উত্তাপের বিচারে বৈশ্বিক আসরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ বেশ আলোচনার জন্ম দিয়েছে। দ্বিপাক্ষিক সিরিজেও এই দুই দলের মধ্যে লড়াই জমেছে। সর্বশেষ ভারতে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপেও উত্তাপ ছড়িয়েছে দুই দলের ম্যাচ। টি-২০ বিশ্বকাপেও তারা মুখোমুখি হবে বলে জানিয়েছে টেলিগ্রাফ।

Tag :

Please Share This Post in Your Social Media


টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা একই গ্রুপে

Update Time : ১২:০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আগামী জুনে যৌথভাবে বসবে টি-২০ বিশ্বকাপের আসর। প্রথমবার ২০ দল নিয়ে অনুষ্ঠেয় আসরের গ্রুপ পর্ব নির্ধারণ হয়ে গেছে। নিয়ম অনুযায়ী, ২০ দলকে চার গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে আছে পাঁচটি করে দল।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে রাখা হয়েছে একই গ্রুপে। অন্য দিকে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পড়েছে গ্রুপ ‘ডি’তে। প্রভাবশালী সংবাদ মাধ্যম দি টেলিগ্রাফ এমনটাই দাবি করেছে। তারা জানিয়েছে, এরই মধ্যে আসরে অংশ নেওয়া বোর্ডগুলোকে তাদের প্রতিপক্ষ কারা সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। যা তাদের হাতে এসেছে।

গ্রুপ পর্বের ড্র অনুযায়ী, গ্রুপ ‘এ’ রয়েছে ভারত ও পাকিস্তান। গ্রুপ ‘বি’তে পড়েছে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদের গ্রুপে অস্ট্রেলিয়া থাকলেও অন্য তিন দল চ্যালেঞ্জ জানানোর মতো নয়। গ্রুপ ‘সি’ তে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ আছে। তাদের খেলতে হবে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে।

বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘ডি’ তে। ওই গ্রুপের শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা। এছাড়া সাম্প্রতিক প্রতিদ্বন্দ্বীতা ও উত্তাপের বিচারে বৈশ্বিক আসরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ বেশ আলোচনার জন্ম দিয়েছে। দ্বিপাক্ষিক সিরিজেও এই দুই দলের মধ্যে লড়াই জমেছে। সর্বশেষ ভারতে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপেও উত্তাপ ছড়িয়েছে দুই দলের ম্যাচ। টি-২০ বিশ্বকাপেও তারা মুখোমুখি হবে বলে জানিয়েছে টেলিগ্রাফ।