উৎসবমুখর পরিবেশে চলছে ইবি শিক্ষক সমিতির নির্বাচন

  • Update Time : ০৪:০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • / 77

শাহিন রাজা, ইবি প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন চলছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৯ নং কক্ষে সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মিজানুর রহমান।

এবারের নির্বাচনে তিনটি প্যানেলে লড়ছেন শিক্ষকরা। প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো হলো- মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (শাপলা ফোরাম), শাপলা ফোরাম থেকে বিভক্ত হওয়া অধ্যাপক ড. আনোয়ার ও অধ্যাপক ড. স্বপন প্যানেল এবং জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন (গ্রিন ফোরাম)। এদিকে ভোট বর্জন করেছেন বিএনপি সমর্থিত শিক্ষকরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, তিনটি পূর্নাঙ্গ প্যানেলের আওয়ামীপন্থী শিক্ষকরা এবারে পৃথকভাবে দুটি প্যানেল লড়ছেন। শাপলা ফোরামের মনোনীত পক্ষের প্যানেলে সভাপতি পদপ্রার্থী ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমানসহ ১৫ সদস্যের প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছেন।

অপরদিকে বর্তমান উপাচার্য ও উপ-উপাচার্যের পক্ষের প্যানেলে সভাপতি পদপ্রত্যাশী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপনসহ ১৫ জনের প্যানেলে নির্বাচনে রয়েছেন।

অন্যদিকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জামায়াতপন্থী শিক্ষক গ্রুপ(গ্রীন ফোরাম) সমর্থিত প্যানেলে সভাপতি পদপ্রত্যাশী হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আবু সিনা ও সাধারণ সম্পাদক বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানসহ ১৫ জনের প্যানেল নির্বাচনে অংশ নিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media


উৎসবমুখর পরিবেশে চলছে ইবি শিক্ষক সমিতির নির্বাচন

Update Time : ০৪:০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

শাহিন রাজা, ইবি প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন চলছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৯ নং কক্ষে সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মিজানুর রহমান।

এবারের নির্বাচনে তিনটি প্যানেলে লড়ছেন শিক্ষকরা। প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো হলো- মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (শাপলা ফোরাম), শাপলা ফোরাম থেকে বিভক্ত হওয়া অধ্যাপক ড. আনোয়ার ও অধ্যাপক ড. স্বপন প্যানেল এবং জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন (গ্রিন ফোরাম)। এদিকে ভোট বর্জন করেছেন বিএনপি সমর্থিত শিক্ষকরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, তিনটি পূর্নাঙ্গ প্যানেলের আওয়ামীপন্থী শিক্ষকরা এবারে পৃথকভাবে দুটি প্যানেল লড়ছেন। শাপলা ফোরামের মনোনীত পক্ষের প্যানেলে সভাপতি পদপ্রার্থী ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমানসহ ১৫ সদস্যের প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছেন।

অপরদিকে বর্তমান উপাচার্য ও উপ-উপাচার্যের পক্ষের প্যানেলে সভাপতি পদপ্রত্যাশী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপনসহ ১৫ জনের প্যানেলে নির্বাচনে রয়েছেন।

অন্যদিকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জামায়াতপন্থী শিক্ষক গ্রুপ(গ্রীন ফোরাম) সমর্থিত প্যানেলে সভাপতি পদপ্রত্যাশী হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আবু সিনা ও সাধারণ সম্পাদক বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানসহ ১৫ জনের প্যানেল নির্বাচনে অংশ নিয়েছেন।