প্রতীক পেয়েই গণসংযোগে নামলেন কুমিল্লা সদর আসনের নৌকার প্রার্থী বাহার

  • Update Time : ০৬:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
  • / 112

সোহাইবুল ইসলাম সোহাগ।।

প্রতীক বরাদ্দের পরই কুমিল্লায় নৌকার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি।

সোমবার (১৮ ডিসেম্বর) এমপি বাহার কুমিল্লা শহরতলীর চানপুর ও পাঁচথুবী ইউনিয়নের শিবের বাজার এলাকায় জনসংযোগ করেন। এ সময় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা তার সঙ্গে ছিলেন। এ সময় নৌকা শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো চাঁনপুর ও শিবের বাজার এলাকা।

এ সময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নূরুর রহমান, মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টুসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা সঙ্গে ছিলেন।

এদিকে সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় হাজী বাহার এমপি চাঁনপুর ঈদগাহ মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তপশিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হয়েছে। আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি।

Tag :

Please Share This Post in Your Social Media


প্রতীক পেয়েই গণসংযোগে নামলেন কুমিল্লা সদর আসনের নৌকার প্রার্থী বাহার

Update Time : ০৬:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

সোহাইবুল ইসলাম সোহাগ।।

প্রতীক বরাদ্দের পরই কুমিল্লায় নৌকার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি।

সোমবার (১৮ ডিসেম্বর) এমপি বাহার কুমিল্লা শহরতলীর চানপুর ও পাঁচথুবী ইউনিয়নের শিবের বাজার এলাকায় জনসংযোগ করেন। এ সময় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা তার সঙ্গে ছিলেন। এ সময় নৌকা শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো চাঁনপুর ও শিবের বাজার এলাকা।

এ সময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নূরুর রহমান, মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টুসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা সঙ্গে ছিলেন।

এদিকে সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় হাজী বাহার এমপি চাঁনপুর ঈদগাহ মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তপশিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হয়েছে। আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি।