নওগাঁর রাণীনগরে আঁধারে আলো মানবতার সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্প
- Update Time : ০৩:৫৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
- / 113
মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে আঁধারে আলো মানবতার সংগঠনের চতুর্থ বর্ষে পদার্পন এবং বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ওই স্বেচ্ছাসেবি সংগঠনের উদ্যোগে শনিবার দিনব্যাপী রাণীনগর শের-এ বাংলা কলেজ মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এরপর সংগঠনটি চতুর্থ বষে পদার্পন উপলক্ষে সন্ধ্যায় কেক কাটেন সংগঠনের নেতৃবৃন্দরা।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ দুলু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খান, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন, আঁধারে আলো মানবতার সংগঠনের উপদেষ্টা রবিউল ইসলাম, রেজাউল করিম, সংগঠনের সভাপতি রায়হান আলী, সাধারণ সম্পাদক সাজু হোসেন, দপ্তর সম্পাদক ইয়াসির আরাফাত, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হানিফ তাহমিদ হাদী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফজলে রাব্বী, সহকারী তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাফাত রেজওয়ানসহ সংগঠনের সদস্যবৃন্দ।
এদিন সংগঠনটির পক্ষ থেকে ৩০০ জনকে ফ্রি ব্লাড গ্রুপিং, ডায়েবেটিক ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করা হয়।