কুবিতে ‘বাংলা সন্ধ্যা’ অনুষ্ঠিত
- Update Time : ১১:১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
- / 144
জেলা প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক এবং বিভিন্ন ব্যচের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বাংলা সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ ডিসেম্বর) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ফানুস ওড়ানো, গান, কবিতা আবৃত্তির পাশাপাশি শিক্ষার্থীদের উদ্যোগে বারবিকিউ আয়োজন করা হয়।
বিভাগের ১২তম ব্যচের শিক্ষার্থী কায়ুম হাসান অনুভূতি প্রকাশ করে বলেন, আমাদের চলমান সকল ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত একটি বাংলা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। আমি প্রত্যাশা করি, পরবর্তী ব্যাচগুলোতে এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে। এভাবেই এগিয়ে যাক প্রাণের বাংলা বিভাগ।
বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মোকদ্দেস উল ইসলাম বলেন, ‘বাংলা সন্ধ্যা’ বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হলো। সবাই উৎসবমুখর পরিবেশে ভালো একটা সন্ধ্যা পার করলাম। ফলে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক মেলবন্ধন আরও সুদৃঢ় হলো। বারবিকিউ এর পাশাপাশি ফানুস ওড়ানো ও কোরাস গান অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করেছে। আশা করি, বিভাগের শিক্ষার্থীরা এই ধারা অব্যাহত রাখবে।