নওগাঁর রাণীনগরে সিএনজির ধাক্কায় বৃদ্ধ নিহত

  • Update Time : ০৫:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
  • / 78

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে সিএনজির ধাক্কায় আমজাদ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের ছয়বাড়িয়া ব্রিজের আগে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আমজাদ হোসেন ছয়বাড়িয়া গ্রামের মৃত মনছেল আলী মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে উপজেলার সিম্বা বাজারে আসেন আমজাদ হোসেন। এরপর বাজারে কাজ শেষে বেলা ১১টার দিকে রাণীনগর-আবাদপুকুর সড়ক দিয়ে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন তিনি। এমতাবস্থায় ছয়বাড়িয়া ব্রিজের আগে সড়ক পার হওয়ার সময় আবাদপুকুরগামী একটি সিএনজি তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পরে মাথায় আঘাত লেগে গুরুত্বর আহত হন। এ সময় আহত আমজাদ হোসেনকে উদ্ধার করে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে নওগাঁতে হস্তান্তর করেন চিকিৎসকরা। এরপর নওগাঁতেও তার অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে মারা যান আমজাদ হোসেন।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ। তিনি জানান, এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


নওগাঁর রাণীনগরে সিএনজির ধাক্কায় বৃদ্ধ নিহত

Update Time : ০৫:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে সিএনজির ধাক্কায় আমজাদ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের ছয়বাড়িয়া ব্রিজের আগে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আমজাদ হোসেন ছয়বাড়িয়া গ্রামের মৃত মনছেল আলী মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে উপজেলার সিম্বা বাজারে আসেন আমজাদ হোসেন। এরপর বাজারে কাজ শেষে বেলা ১১টার দিকে রাণীনগর-আবাদপুকুর সড়ক দিয়ে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন তিনি। এমতাবস্থায় ছয়বাড়িয়া ব্রিজের আগে সড়ক পার হওয়ার সময় আবাদপুকুরগামী একটি সিএনজি তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পরে মাথায় আঘাত লেগে গুরুত্বর আহত হন। এ সময় আহত আমজাদ হোসেনকে উদ্ধার করে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে নওগাঁতে হস্তান্তর করেন চিকিৎসকরা। এরপর নওগাঁতেও তার অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে মারা যান আমজাদ হোসেন।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ। তিনি জানান, এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।