শীতের সকাল

  • Update Time : ১১:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • / 228
শীতের সকাল
   রাকিবুল হোসেন

ছয় ঋতুর এই দেশ, আমার বাংলাদেশ।
ছয়টি ঋতুর মাঝে শীত যেন এক অনন্য,
সকালের সেই কুয়াশার ঝনঝনি
আওয়াজ যেন বাজে কর্নে।
এই বুঝি এলো শীতের সকাল!

সবুজের বুকে বৃষ্টির নেয় বয়ে যায় সেই শীতল বিন্দু।
এই বুঝি এলো শীতের সকাল!
মায়েরে করছে চালের গুড়ি,
গুড় ও নারিকেলের তৈরি বাহারি রঙের পিঠা।
এই বুঝি এলো শীতের সকাল!

বড় হতে ছোট সকলেই আবদ্ধ হচ্ছে ভারী পোশাকে।
পানিতে নামতে সকলেই কাঁপছে থরথরে,
কেউবা আবার উষ্ণ পানিতে ভেজাতে ব্যস্ত শরীর।
এই বুঝি এলো শীতের সকাল!

Please Share This Post in Your Social Media


শীতের সকাল

Update Time : ১১:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
শীতের সকাল
   রাকিবুল হোসেন

ছয় ঋতুর এই দেশ, আমার বাংলাদেশ।
ছয়টি ঋতুর মাঝে শীত যেন এক অনন্য,
সকালের সেই কুয়াশার ঝনঝনি
আওয়াজ যেন বাজে কর্নে।
এই বুঝি এলো শীতের সকাল!

সবুজের বুকে বৃষ্টির নেয় বয়ে যায় সেই শীতল বিন্দু।
এই বুঝি এলো শীতের সকাল!
মায়েরে করছে চালের গুড়ি,
গুড় ও নারিকেলের তৈরি বাহারি রঙের পিঠা।
এই বুঝি এলো শীতের সকাল!

বড় হতে ছোট সকলেই আবদ্ধ হচ্ছে ভারী পোশাকে।
পানিতে নামতে সকলেই কাঁপছে থরথরে,
কেউবা আবার উষ্ণ পানিতে ভেজাতে ব্যস্ত শরীর।
এই বুঝি এলো শীতের সকাল!