গণতন্ত্র মঞ্চের সকাল-সন্ধ্যা হরতালের ডাক

  • Update Time : ১১:২৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • / 105

নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চ। দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করে এ হরতালে ডাক দেয় দলটি।

বুধবার (১৫ নভেম্বর) রাতে তপশিল ঘোষণার পর বিক্ষোভ মিছিল শেষে এ হরতালের ঘোষণা দেওয়া হয়। এদিকে তপশিল ঘোষণার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সারা দেশে অর্ধদিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট।

১২ দলীয় জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ গণমাধ্যমকে জানান, ইসির একতরফা ও প্রহসনের নির্বাচনী তপশিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট।

জল্পনা-কল্পনার পর নির্বাচনের তারিখ নির্ধারণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তপশিল অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারির ৭ তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়াও মনোনয়ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। যা যাচাই-বাছাই করা হবে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে। সেই সঙ্গে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


গণতন্ত্র মঞ্চের সকাল-সন্ধ্যা হরতালের ডাক

Update Time : ১১:২৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চ। দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করে এ হরতালে ডাক দেয় দলটি।

বুধবার (১৫ নভেম্বর) রাতে তপশিল ঘোষণার পর বিক্ষোভ মিছিল শেষে এ হরতালের ঘোষণা দেওয়া হয়। এদিকে তপশিল ঘোষণার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সারা দেশে অর্ধদিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট।

১২ দলীয় জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ গণমাধ্যমকে জানান, ইসির একতরফা ও প্রহসনের নির্বাচনী তপশিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট।

জল্পনা-কল্পনার পর নির্বাচনের তারিখ নির্ধারণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তপশিল অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারির ৭ তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়াও মনোনয়ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। যা যাচাই-বাছাই করা হবে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে। সেই সঙ্গে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।