শক্তিশালী দুই ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

  • Update Time : ০৩:৪৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • / 102

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ায় দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার দেশটির মালুকু প্রদেশের অ্যাম্বান থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বান্দা সাগরে ৬ দশমিক ৯ ও ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প দুইটি আঘাত হেনেছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় বেলা ১২টার দিকে সৌমলাকি শহর ও বান্দা সাগরে পর পর দুই দফা শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। এ কারণে সুনামির সতকর্তা জারি করা হয়নি।

এর আগে চলতি বছরের এপ্রিলে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

২০০৪ সালের ডিসেম্বরে সুমাত্রা দ্বীপে ভূমিকম্পের আঘাতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সুনামির ঘটনা ঘটে। সেসময় সুমাত্রা দ্বীপের উপকূলে সমুদ্রগর্ভে সংঘটিত ভূমিকম্প যে সুনামির অবতারণা ঘটায়, তাতে ইন্দোনেশিয়া থেকে সুদূর দক্ষিণ আফ্রিকা পর্যন্ত দুই লাখ ত্রিশ হাজার মানুষ প্রাণ হারান। এর মধ্যে এক লাখ সত্তর হাজারের বেশি মানুষ মারা যায় ইন্দোনেশিয়ায়।

Tag :

Please Share This Post in Your Social Media


শক্তিশালী দুই ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

Update Time : ০৩:৪৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ায় দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার দেশটির মালুকু প্রদেশের অ্যাম্বান থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বান্দা সাগরে ৬ দশমিক ৯ ও ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প দুইটি আঘাত হেনেছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় বেলা ১২টার দিকে সৌমলাকি শহর ও বান্দা সাগরে পর পর দুই দফা শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। এ কারণে সুনামির সতকর্তা জারি করা হয়নি।

এর আগে চলতি বছরের এপ্রিলে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

২০০৪ সালের ডিসেম্বরে সুমাত্রা দ্বীপে ভূমিকম্পের আঘাতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সুনামির ঘটনা ঘটে। সেসময় সুমাত্রা দ্বীপের উপকূলে সমুদ্রগর্ভে সংঘটিত ভূমিকম্প যে সুনামির অবতারণা ঘটায়, তাতে ইন্দোনেশিয়া থেকে সুদূর দক্ষিণ আফ্রিকা পর্যন্ত দুই লাখ ত্রিশ হাজার মানুষ প্রাণ হারান। এর মধ্যে এক লাখ সত্তর হাজারের বেশি মানুষ মারা যায় ইন্দোনেশিয়ায়।