লক্ষ্মীপুরে হরতালে মাঠে নেই বিএনপি-জামায়াত, সতর্ক পুলিশ

  • Update Time : ১১:৩৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • / 89

জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরে ঢিলেঢালাভাব চলছে বিএনপি ও জামায়াত ডাকা সকাল-সন্ধ্যার হরতাল।

রোববার সকাল থেকে জেলার কোথাও বিএনপি-জামায়াতের শীর্ষ নেতা-কর্মীদের দেখা যায়নি।

পৌর বাসটার্মিনালসহ অন্যান্য স্থান থেকে দূরপাল্লার কোন যানবাহনও ছেড়ে যায়নি। তবে সর্বত্রে ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। দোকানপাট রয়েছে খোলা, মানুষের উপস্থিতি কিছুটা কম হলেও জীবন যাত্রা অনেকটা স্বাভাবিক।

এদিকে সকাল ৮টার দিকে বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা রায়পুর আঞ্চলিক মহাসড়কে গাছের গুড়ি ফেলে কিছুক্ষনের (১০ মিনিট) জন্য সড়ক অবরোধের চেষ্টা করেন বিএনপি সমর্থকরা। পরে পুলিশ গেলে তারা পালিয়ে যায়। এছাড়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশসহ আইনশৃঙখলা বাহিনী সতর্ক অবস্থানে মহড়ায় রয়েছে।

এদিকে গতকাল শনিবার রাতে শহরে হরতালবিরোধী বিক্ষোভ করেছে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন। জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রোববার বেলা ১১ টার দিকে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুঁইয়ার নের্তৃত্বে শান্তি সমাবেশ হওয়ার কথা রয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) এ বি সিদ্দিকী জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সড়কে অন্যান্য নিরাপত্তা বাহিনীর মহড়া থাকবে বলেও জানান এএসপি।

Tag :

Please Share This Post in Your Social Media


লক্ষ্মীপুরে হরতালে মাঠে নেই বিএনপি-জামায়াত, সতর্ক পুলিশ

Update Time : ১১:৩৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরে ঢিলেঢালাভাব চলছে বিএনপি ও জামায়াত ডাকা সকাল-সন্ধ্যার হরতাল।

রোববার সকাল থেকে জেলার কোথাও বিএনপি-জামায়াতের শীর্ষ নেতা-কর্মীদের দেখা যায়নি।

পৌর বাসটার্মিনালসহ অন্যান্য স্থান থেকে দূরপাল্লার কোন যানবাহনও ছেড়ে যায়নি। তবে সর্বত্রে ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। দোকানপাট রয়েছে খোলা, মানুষের উপস্থিতি কিছুটা কম হলেও জীবন যাত্রা অনেকটা স্বাভাবিক।

এদিকে সকাল ৮টার দিকে বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা রায়পুর আঞ্চলিক মহাসড়কে গাছের গুড়ি ফেলে কিছুক্ষনের (১০ মিনিট) জন্য সড়ক অবরোধের চেষ্টা করেন বিএনপি সমর্থকরা। পরে পুলিশ গেলে তারা পালিয়ে যায়। এছাড়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশসহ আইনশৃঙখলা বাহিনী সতর্ক অবস্থানে মহড়ায় রয়েছে।

এদিকে গতকাল শনিবার রাতে শহরে হরতালবিরোধী বিক্ষোভ করেছে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন। জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রোববার বেলা ১১ টার দিকে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুঁইয়ার নের্তৃত্বে শান্তি সমাবেশ হওয়ার কথা রয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) এ বি সিদ্দিকী জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সড়কে অন্যান্য নিরাপত্তা বাহিনীর মহড়া থাকবে বলেও জানান এএসপি।