কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর গ্যাং লিডার বক্কর’র অত্যাচারে অতিষ্ঠ বশকরাবাসী

  • Update Time : ১০:২৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • / 159

কুমিল্লা প্রতিনিধি-

মাদক মামলার আসামি ও কিশোর গ্যাং আবু বক্কর ছিদ্দিকের আতঙ্কে অতিষ্ঠ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৯নং কনকাপৈত ইউনিয়নের বশকরাবাসী।

জানা যায়, মাদকের একাধিক মামলার আসামি ও কিশোর গ্যাং বক্কর (২২) মাদক মামলায় গ্রেফতার হয়ে গাজীপুর কারাগারে ২ বছরের মত জেল খাটার পর জামিনে বের হয়ে পুনরায় তার অপরাধ অপকর্ম চালিয়ে যাচ্ছেন দেদারসে। আবু বক্কর বশকরা এলাকার আমির হোসেনের ছেলে। সে কনকাপৈত ইউনিয়নের বিভিন্ন স্থানে বেশ কিছু কিশোর গ্যাং গ্রুপের মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অপকর্ম করে যাচ্ছে। ছোটবেলা থেকেই এসব অপকর্মে সে লিপ্ত, নেই কোন তেমন লেখাপড়া। তার বয়স যখন ১৩-১৪ বছর ঠিক তখন থেকেই সে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন ।প্রথমে ছিনতাই, চুরি, ডাকাতি, মাদক ব্যবসা, পাশাপাশি ড্রাগস ইউজ করা সহ বিভিন্ন মাদক বিক্রয় শুরু করেন। বয়স বাড়ার সাথে সাথে তার অপরাধ যেন দিন দিন বেড়ে ওঠে। এখনো পর্যন্ত অপরাধ থেকে বক্কর নিজেকে ফিরিয়ে আনতে পারিনি। যদিও বহুবার জেল হাজতে গিয়েছিলেন বিভিন্ন অপরাধ অপকর্মের কারণে । তার নামে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় বহু মামলা রয়েছে।

বশকরাবাসী বলেন, সে একজন অস্ত্রধারী, তার কাছে সবসময় অস্ত্র থাকে। বক্কর যখন এলাকায় না থাকে, তখন এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। যখন সে এলাকায় থাকে তখন এলাকার সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন যাপন করে। এই সন্ত্রাসের ভয়ে তার অপকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে রাজি নয়। আমরা এলাকাবাসী এই কুখ্যাত সন্ত্রাসীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।

চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং আবু বক্করের মোবাইলে একাধিকবার যোগাযোগ করতে চেষ্টা করেও তার মোবাইলে সংযোগ পাওয়া যায়নি।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, অপরাধী যেই হোক না কেন সুনির্দিষ্ট প্রমাণ পেলে তাকে আইনের আওতায় আনা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর গ্যাং লিডার বক্কর’র অত্যাচারে অতিষ্ঠ বশকরাবাসী

Update Time : ১০:২৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

কুমিল্লা প্রতিনিধি-

মাদক মামলার আসামি ও কিশোর গ্যাং আবু বক্কর ছিদ্দিকের আতঙ্কে অতিষ্ঠ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৯নং কনকাপৈত ইউনিয়নের বশকরাবাসী।

জানা যায়, মাদকের একাধিক মামলার আসামি ও কিশোর গ্যাং বক্কর (২২) মাদক মামলায় গ্রেফতার হয়ে গাজীপুর কারাগারে ২ বছরের মত জেল খাটার পর জামিনে বের হয়ে পুনরায় তার অপরাধ অপকর্ম চালিয়ে যাচ্ছেন দেদারসে। আবু বক্কর বশকরা এলাকার আমির হোসেনের ছেলে। সে কনকাপৈত ইউনিয়নের বিভিন্ন স্থানে বেশ কিছু কিশোর গ্যাং গ্রুপের মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অপকর্ম করে যাচ্ছে। ছোটবেলা থেকেই এসব অপকর্মে সে লিপ্ত, নেই কোন তেমন লেখাপড়া। তার বয়স যখন ১৩-১৪ বছর ঠিক তখন থেকেই সে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন ।প্রথমে ছিনতাই, চুরি, ডাকাতি, মাদক ব্যবসা, পাশাপাশি ড্রাগস ইউজ করা সহ বিভিন্ন মাদক বিক্রয় শুরু করেন। বয়স বাড়ার সাথে সাথে তার অপরাধ যেন দিন দিন বেড়ে ওঠে। এখনো পর্যন্ত অপরাধ থেকে বক্কর নিজেকে ফিরিয়ে আনতে পারিনি। যদিও বহুবার জেল হাজতে গিয়েছিলেন বিভিন্ন অপরাধ অপকর্মের কারণে । তার নামে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় বহু মামলা রয়েছে।

বশকরাবাসী বলেন, সে একজন অস্ত্রধারী, তার কাছে সবসময় অস্ত্র থাকে। বক্কর যখন এলাকায় না থাকে, তখন এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। যখন সে এলাকায় থাকে তখন এলাকার সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন যাপন করে। এই সন্ত্রাসের ভয়ে তার অপকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে রাজি নয়। আমরা এলাকাবাসী এই কুখ্যাত সন্ত্রাসীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।

চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং আবু বক্করের মোবাইলে একাধিকবার যোগাযোগ করতে চেষ্টা করেও তার মোবাইলে সংযোগ পাওয়া যায়নি।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, অপরাধী যেই হোক না কেন সুনির্দিষ্ট প্রমাণ পেলে তাকে আইনের আওতায় আনা হবে।