ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম ম্যাচে অনিশ্চিত গিল

  • Update Time : ০৪:৩৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • / 190

স্পোর্টস ডেস্ক:

ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ভারতের ওপেনার শুভমান গিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ভারতের গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে বৃহস্পতিবারের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে অনুশীলনে অংশ নেননি গিল। বর্তমানে চিকিৎসাধীন আছেন তিনি। শুক্রবার পর্যন্ত তার অবস্থা পর্যবেক্ষণ করে গিলের একাদশে থাকা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে ভারতের টিম ম্যানেজমেন্ট।

গিল না খেলতে পারলে রোহিত শর্মার সঙ্গে ইনিংস সূচনা করতে দেখা যেতে পারে লোকেশ রাহুল অথবা ঈশান কিষাণকে।

এ বছর দারুণ ফর্মে আছেন গিল। বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকান তিনি। এখন পর্যন্ত এ বছরের ওয়ানডে ফরম্যাটের সর্বোচ্চ রান সংগ্রাহক গিল। ২০ ইনিংস ব্যাট করে ৭২.৩৫ গড় আর ১০৫.০৩ স্ট্রাইক রেটে ১২৩০ রান করেছেন তিনি।

২০২৩ সালে আন্তর্জাতিক ওয়ানডেতে গিল ছাড়া আর কোনো ব্যাটসম্যান পার করতে পারেননি হাজার রানের চৌকাঠ। এ বছরেই তিনি করেছেন পাঁচটি সেঞ্চুরি আর পাঁচটি হাফসেঞ্চুরি।

রোববার এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। দুই দলের জন্যই এটি বিশ্বকাপের প্রথম ম্যাচ।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, রবিচন্দ্রন অশ্বিন, ঈশান কিষাণ এবং সূর্যকুমার যাদব।

Please Share This Post in Your Social Media


ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম ম্যাচে অনিশ্চিত গিল

Update Time : ০৪:৩৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক:

ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ভারতের ওপেনার শুভমান গিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ভারতের গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে বৃহস্পতিবারের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে অনুশীলনে অংশ নেননি গিল। বর্তমানে চিকিৎসাধীন আছেন তিনি। শুক্রবার পর্যন্ত তার অবস্থা পর্যবেক্ষণ করে গিলের একাদশে থাকা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে ভারতের টিম ম্যানেজমেন্ট।

গিল না খেলতে পারলে রোহিত শর্মার সঙ্গে ইনিংস সূচনা করতে দেখা যেতে পারে লোকেশ রাহুল অথবা ঈশান কিষাণকে।

এ বছর দারুণ ফর্মে আছেন গিল। বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকান তিনি। এখন পর্যন্ত এ বছরের ওয়ানডে ফরম্যাটের সর্বোচ্চ রান সংগ্রাহক গিল। ২০ ইনিংস ব্যাট করে ৭২.৩৫ গড় আর ১০৫.০৩ স্ট্রাইক রেটে ১২৩০ রান করেছেন তিনি।

২০২৩ সালে আন্তর্জাতিক ওয়ানডেতে গিল ছাড়া আর কোনো ব্যাটসম্যান পার করতে পারেননি হাজার রানের চৌকাঠ। এ বছরেই তিনি করেছেন পাঁচটি সেঞ্চুরি আর পাঁচটি হাফসেঞ্চুরি।

রোববার এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। দুই দলের জন্যই এটি বিশ্বকাপের প্রথম ম্যাচ।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, রবিচন্দ্রন অশ্বিন, ঈশান কিষাণ এবং সূর্যকুমার যাদব।