ডর্টমুন্ডকে হারিয়ে পিএসজির স্বস্তির জয়
- Update Time : ১১:৩৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / 141
স্পোর্টস ডেস্ক
এবার চ্যাম্পিয়নস লিগে গ্রুপ ‘এফ’-কে মৃত্যুকূপ নামে ডাকা হচ্ছে। এই গ্রুপে পড়েছে পিএসজি, বুরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান ও নিউক্যাসেল ইউনাইটেড। এই গ্রুপের প্রতিটি ম্যাচ রীতিমতো বাঁচা-মরার লড়াই সবার জন্য। সামান্য ভুলের কারণে গ্রুপপর্বেই বাদ যাওয়ার সম্ভবনা থাকবে। এমন পরিস্থিতিতে নিজেদের প্রথম ম্যাচে জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে ফরাসি ক্লাব পিএসজি।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে গ্রুপপর্বের প্রথম ম্যাচে ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমি গোল দুটি করেন।
প্রতিবারই তারকায় ঠাসা দল নিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করে পিএসজি। লিওনেল মেসি-নেইমার জুনিয়ররা দল ছাড়াই ফরাসি ক্লাবটির দায়িত্ব এসে পড়েছে এমবাপ্পের কাঁধে। অর্পিত দায়িত্ব পালনও করে যাচ্ছেন পিএসজি তারকা। লিগ ওয়ানের পর চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচেই ডর্টমুন্ডের বিপক্ষে জালের দেখা পেয়েছেন এমবাপ্পে।
প্যারিসে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্রতে শেষ হয়। ১৯ মিনিটের মাথায় পিএসজিকে গোলবঞ্চিত করে বারপোস্ট। আশরাফ হাকিমির বাড়ানো বলে শট করেন ভিতিনহা। কিন্তু পোস্টে লেগে বাইরে চলে যায়। প্রথমার্ধে ৭৮ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখে পিএসজি।
বিরতি থেকে ফিরার ২ মিনিটেই পেনাল্টি পায় পিএসজি। স্পটকিকে থেকে বল জালে জড়াতে কোনো সমস্যাই হয়নি এমবাপ্পের। ম্যাচের ৫৮ মিনিটে আবারও এগিয়ে যায় প্যারিসের ক্লাবটি। পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহার অ্যাসিস্ট থেকে গোল করেন মরক্কোর ডিফেন্ডার হাকিমি। বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-০ গোলের জয়ে নতুন মৌসুমের শুভ সূচনা করল পিএসজি।