তানজিম সাকিবকে প্রশংসায় ভাসালেন অনিল কুম্বলে স্পোর্টস ডেস্ক

  • Update Time : ১০:২৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • / 133

স্পোর্টস ডেস্ক

তানজিম হাসান সাকিব, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে যুক্ত হওয়া নতুন তারকা তিনি। তরুণ এই টাইগার পেসার নিজের প্রতিভায় মাত্র এক ম্যাচ খেলেই ভক্তদের মন জয় করে নিয়েছেন। যদিও দেশে এখন এই এই টাইগার পেসারকে নিয়ে হচ্ছে তীব্র সমালোচনা। এর কারণ বছর খানেক আগে দেয়া তাঁর কয়েকটি ফেসবুক স্ট্যাটাস।

এশিয়া কাপে বাংলাদেশের শেষ ম্যাচে বল হাতে আলো ছড়িয়েছেন জুনিয়র সাকিব। তবে এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসতে থাকে গত বছর দেয়া টাইগার পেসারের একটি ফেসবুক স্ট্যাটাসের স্ক্রীনশট। তাতে সাকিব লিখেছিলেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।’

আরেকটি পোস্টে তিনি লিখেন, ‘ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক, নিজের সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না।’

এসব পোস্টে সাকিব নারীদের হেয় করেছেন বলে দাবী করেছেন অনেকেই। এমনকি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবীও ওঠেছে। ফলে সদ্য জাতীয় দলে অভিষিক্ত এ পেসারকে নিয়ে চলছে তুমুল সমালোচনা।

এদিকে সাবেক ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার অনীল কুম্বলে অবশ্য মুগ্ধ হয়েছেন সাকিবের মাঠের পারফর্ম্যান্সে। সুপার ফোরে ভারতের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ম্যাচে ব্যাট হাতে ৮ বলে ১৪ রান করার পাশাপাশি বল হাতে সাকিব শুরুতেই তুলে নিয়েছিলেন রোহিত শর্মার উইকেট। এরপর নিয়েছেন আরও এক উইকেট। শেষ ওভারে তাঁর করা দুর্দান্ত এক ইয়র্কার ফেরাতে গিয়েই রান আউটের শিকার হয়েছেন মোহাম্মদ শামিও।

দুর্দান্ত পারফর্ম করা সাকিবকে নিয়ে কুম্বলে বলেন, ‘তানজিম দুর্দান্ত ছিল। ১৪০ এর বেশি গতিতে বল করেছে সে। তাকে খেলতে সব ব্যাটারদের বেশ বেগ পেতে হয়েছে। নতুন বলে তাকে সামলানো কঠিন ছিল। আমি ভেবেছিলাম, ডেথ ওভারে সে নার্ভাস থাকবে, কিন্তু তা হয়নি। তার গতি, বলের লাইন, লেন্থ সবই আছে। অবশ্যই, তার মধ্যে বাংলাদেশকে লম্বা সময় ধরে সেবা দেওয়ার সামর্থ্য আছে। গুরুত্বপূর্ণ সময়ে সে অসাধারণ করেছে। হ্যাটস অফ।’

এদিকে সাকিবের প্রশংসায় পঞ্চমুখ আরেক ভারতীয় তারকা ক্রিকেটার দীনেশ কার্তিকও। তরুণ টাইগার বোলারকে নিয়ে তিনি বলেন, ‘তানজিম সাকিবের বোলিং দেখে মনে হচ্ছে তার জন্য দুর্দান্ত ভবিষ্যৎ অপেক্ষা করছে। সে বাদেও আরও কয়েকজন বাংলাদেশি বোলার অদূর ভবিষ্যতে দারুণভাবে ভূমিকা রাখবে।’

Tag :

Please Share This Post in Your Social Media


তানজিম সাকিবকে প্রশংসায় ভাসালেন অনিল কুম্বলে স্পোর্টস ডেস্ক

Update Time : ১০:২৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক

তানজিম হাসান সাকিব, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে যুক্ত হওয়া নতুন তারকা তিনি। তরুণ এই টাইগার পেসার নিজের প্রতিভায় মাত্র এক ম্যাচ খেলেই ভক্তদের মন জয় করে নিয়েছেন। যদিও দেশে এখন এই এই টাইগার পেসারকে নিয়ে হচ্ছে তীব্র সমালোচনা। এর কারণ বছর খানেক আগে দেয়া তাঁর কয়েকটি ফেসবুক স্ট্যাটাস।

এশিয়া কাপে বাংলাদেশের শেষ ম্যাচে বল হাতে আলো ছড়িয়েছেন জুনিয়র সাকিব। তবে এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসতে থাকে গত বছর দেয়া টাইগার পেসারের একটি ফেসবুক স্ট্যাটাসের স্ক্রীনশট। তাতে সাকিব লিখেছিলেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।’

আরেকটি পোস্টে তিনি লিখেন, ‘ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক, নিজের সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না।’

এসব পোস্টে সাকিব নারীদের হেয় করেছেন বলে দাবী করেছেন অনেকেই। এমনকি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবীও ওঠেছে। ফলে সদ্য জাতীয় দলে অভিষিক্ত এ পেসারকে নিয়ে চলছে তুমুল সমালোচনা।

এদিকে সাবেক ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার অনীল কুম্বলে অবশ্য মুগ্ধ হয়েছেন সাকিবের মাঠের পারফর্ম্যান্সে। সুপার ফোরে ভারতের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ম্যাচে ব্যাট হাতে ৮ বলে ১৪ রান করার পাশাপাশি বল হাতে সাকিব শুরুতেই তুলে নিয়েছিলেন রোহিত শর্মার উইকেট। এরপর নিয়েছেন আরও এক উইকেট। শেষ ওভারে তাঁর করা দুর্দান্ত এক ইয়র্কার ফেরাতে গিয়েই রান আউটের শিকার হয়েছেন মোহাম্মদ শামিও।

দুর্দান্ত পারফর্ম করা সাকিবকে নিয়ে কুম্বলে বলেন, ‘তানজিম দুর্দান্ত ছিল। ১৪০ এর বেশি গতিতে বল করেছে সে। তাকে খেলতে সব ব্যাটারদের বেশ বেগ পেতে হয়েছে। নতুন বলে তাকে সামলানো কঠিন ছিল। আমি ভেবেছিলাম, ডেথ ওভারে সে নার্ভাস থাকবে, কিন্তু তা হয়নি। তার গতি, বলের লাইন, লেন্থ সবই আছে। অবশ্যই, তার মধ্যে বাংলাদেশকে লম্বা সময় ধরে সেবা দেওয়ার সামর্থ্য আছে। গুরুত্বপূর্ণ সময়ে সে অসাধারণ করেছে। হ্যাটস অফ।’

এদিকে সাকিবের প্রশংসায় পঞ্চমুখ আরেক ভারতীয় তারকা ক্রিকেটার দীনেশ কার্তিকও। তরুণ টাইগার বোলারকে নিয়ে তিনি বলেন, ‘তানজিম সাকিবের বোলিং দেখে মনে হচ্ছে তার জন্য দুর্দান্ত ভবিষ্যৎ অপেক্ষা করছে। সে বাদেও আরও কয়েকজন বাংলাদেশি বোলার অদূর ভবিষ্যতে দারুণভাবে ভূমিকা রাখবে।’