ডেঙ্গুতে ১৮ মৃত্যু, হাসপাতালে ৩১২২

  • Update Time : ০৮:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • / 108

নিজস্ব প্রতিবেদক

দেশে ২৪ ঘণ্টায় তিন হাজারেরও বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। এর মধ্যে ১২ জন ঢাকা সিটির, বাকি ৬ জন ঢাকার বাইরের। শনিবার ১৪ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ১২২ জন রোগী। আগের দিন একই সময়ে এই সংখ্যা ছিল দুই হাজার ৫৯৮।

নতুন ১৮ জনসহ এ বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৮২২ জনের। ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই হাজার ৯৯৭ জন।

আক্রান্তদের মধ্যে ৮৪৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং দুই হাজার ২৭৩ জন ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।

নতুন আক্রান্ত মিলিয়ে দেশের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৪৩৭ জনে। এরমধ্যে ঢাকায় চার হাজার ৬৬ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন ছয় হাজার ৩৭১ জন।

চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৭ হাজার ৬৮৪ জনে। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক লাখ ৫৬ হাজার ৪২৫ জন।

দেশে ডেঙ্গু রোগ মারাত্মক আকার ধারণ করে ২০১৯ সালে। ওই বছর দেশে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন।

চলতি বছরই ডেঙ্গুতে সবচেয়ে প্রাণহানির ঘটেছে। এর আগে ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।

Tag :

Please Share This Post in Your Social Media


ডেঙ্গুতে ১৮ মৃত্যু, হাসপাতালে ৩১২২

Update Time : ০৮:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক

দেশে ২৪ ঘণ্টায় তিন হাজারেরও বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। এর মধ্যে ১২ জন ঢাকা সিটির, বাকি ৬ জন ঢাকার বাইরের। শনিবার ১৪ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ১২২ জন রোগী। আগের দিন একই সময়ে এই সংখ্যা ছিল দুই হাজার ৫৯৮।

নতুন ১৮ জনসহ এ বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৮২২ জনের। ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই হাজার ৯৯৭ জন।

আক্রান্তদের মধ্যে ৮৪৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং দুই হাজার ২৭৩ জন ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।

নতুন আক্রান্ত মিলিয়ে দেশের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৪৩৭ জনে। এরমধ্যে ঢাকায় চার হাজার ৬৬ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন ছয় হাজার ৩৭১ জন।

চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৭ হাজার ৬৮৪ জনে। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক লাখ ৫৬ হাজার ৪২৫ জন।

দেশে ডেঙ্গু রোগ মারাত্মক আকার ধারণ করে ২০১৯ সালে। ওই বছর দেশে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন।

চলতি বছরই ডেঙ্গুতে সবচেয়ে প্রাণহানির ঘটেছে। এর আগে ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।