বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব

  • Update Time : ০৩:৫৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • / 151

স্পোর্টস ডেস্ক

ভারত-শ্রীলঙ্কা ফাইনাল দিয়ে এশিয়া কাপের পর্দা নামছে আজ। এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের এই আসরে প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। তবে দুদলের খেলোয়াড়রা যখন মাঠে নামতে প্রস্তুত এমন সময়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে কলম্বোয়। কাভার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে পুরো মাঠই।

রোববার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালে বিরাট কোহলিদের বিপক্ষে প্রথমে ব্যাটিং করবে শ্রীলঙ্কা। তবে সাড়ে তিনটায় খেলা মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে।

দুই দলই তাদের শেষ ম্যাচের একাদশ থেকে পরিবর্তন নিয়ে মাঠে নামছে। শ্রীলঙ্কা পাকিস্তানের সাথে ম্যাচের একাদশ থেকে দুই পরিবর্তন করেছে। পাকিস্তানের সাথে ম্যাচের একাদশ থেকে বাদ পড়া কাসুন রাজিথা ও ইনজুরিতে পড়া স্পিনার থিকশানার জায়গায় এসেছেন দুসান হেমান্থা।

ভারতও বাংলাদেশের সাথে খেলা একাদশ থেকে ছয় পরিবর্তন নিয়ে মাঠে নামছে। বাংলাদেশের সাথে ম্যাচে বিশ্রাম দেওয়া কোহলি, বুমরাহ, পান্ডিয়া, সিরাজ, কুলদ্বীপ এবং ইনজুরিতে পড়া অক্ষরের জায়গায় দলে এসেছেন ওয়াশিংটন সুন্দর।

শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আশালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুসান হেমান্থা, দুনিথ ওয়েল্লাগে, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

Tag :

Please Share This Post in Your Social Media


বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব

Update Time : ০৩:৫৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক

ভারত-শ্রীলঙ্কা ফাইনাল দিয়ে এশিয়া কাপের পর্দা নামছে আজ। এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের এই আসরে প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। তবে দুদলের খেলোয়াড়রা যখন মাঠে নামতে প্রস্তুত এমন সময়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে কলম্বোয়। কাভার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে পুরো মাঠই।

রোববার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালে বিরাট কোহলিদের বিপক্ষে প্রথমে ব্যাটিং করবে শ্রীলঙ্কা। তবে সাড়ে তিনটায় খেলা মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে।

দুই দলই তাদের শেষ ম্যাচের একাদশ থেকে পরিবর্তন নিয়ে মাঠে নামছে। শ্রীলঙ্কা পাকিস্তানের সাথে ম্যাচের একাদশ থেকে দুই পরিবর্তন করেছে। পাকিস্তানের সাথে ম্যাচের একাদশ থেকে বাদ পড়া কাসুন রাজিথা ও ইনজুরিতে পড়া স্পিনার থিকশানার জায়গায় এসেছেন দুসান হেমান্থা।

ভারতও বাংলাদেশের সাথে খেলা একাদশ থেকে ছয় পরিবর্তন নিয়ে মাঠে নামছে। বাংলাদেশের সাথে ম্যাচে বিশ্রাম দেওয়া কোহলি, বুমরাহ, পান্ডিয়া, সিরাজ, কুলদ্বীপ এবং ইনজুরিতে পড়া অক্ষরের জায়গায় দলে এসেছেন ওয়াশিংটন সুন্দর।

শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আশালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুসান হেমান্থা, দুনিথ ওয়েল্লাগে, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।