প্রস্তুত ৭৮ জোড়া বিশেষ বুট

  • Update Time : ০৯:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • / 153

স্পোর্টস ডেস্ক

গত শনিবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বলিভিয়াকে ৫-১ গোলে হারায় ব্রাজিল। দলের হয়ে জোড়া গোল করেন নেইমার। এই দুই গোলের সুবাদে ব্রাজিলের ফুটবলে নতুন রেকর্ডের জন্ম দেন তিনি। ছাপিয়ে যান ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের মালিক কিংবদন্তি পেলেকে। ব্রাজিলের জার্সিতে নেইমারের গোল এখন ৭৯টি, পেলের গোল ৭৭।

পেলেকে ছাড়িয়ে নেইমারের এই রেকর্ড স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ক্রীড়াসামগ্রী প্রতিষ্ঠান পিউমা। তৈরি করেছে ৭৮ জোড়া বিশেষ বুট। ক্যারিয়ারে যেসব মানুষ নানাভাবে নেইমারকে সাহায্য করেছেন, এসব বুট তাদের উপহার হিসেবে দেবেন ব্রাজিলিয়ান পোস্টার বয়।

পেলের গোল ৭৭টি, নেইমারের ৭৯টি। তাহলে বুট কেন ৭৮ জোড়া। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো-এর ব্যাখ্যায় বলেছেন, পেলের চেয়ে একটি গোল বেশি- এটাকে ধরেই ৭৮ জোড়া বুট বানানো হয়েছে। গ্লোবো জানিয়েছে, বন্ধুবান্ধব, কোচ, সাবেক ও বর্তমান সতীর্থদের এসব বুট উপহার দেবেন নেইমার।

প্রতি জোড়া বুট নেইমারের একেকটি গোলের স্মারক হিসেবে দেওয়া হবে। এর বাইরে আরও এক জোড়া বিশেষ বুট সামাজিক যোগাযোগমাধ্যমে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


প্রস্তুত ৭৮ জোড়া বিশেষ বুট

Update Time : ০৯:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক

গত শনিবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বলিভিয়াকে ৫-১ গোলে হারায় ব্রাজিল। দলের হয়ে জোড়া গোল করেন নেইমার। এই দুই গোলের সুবাদে ব্রাজিলের ফুটবলে নতুন রেকর্ডের জন্ম দেন তিনি। ছাপিয়ে যান ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের মালিক কিংবদন্তি পেলেকে। ব্রাজিলের জার্সিতে নেইমারের গোল এখন ৭৯টি, পেলের গোল ৭৭।

পেলেকে ছাড়িয়ে নেইমারের এই রেকর্ড স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ক্রীড়াসামগ্রী প্রতিষ্ঠান পিউমা। তৈরি করেছে ৭৮ জোড়া বিশেষ বুট। ক্যারিয়ারে যেসব মানুষ নানাভাবে নেইমারকে সাহায্য করেছেন, এসব বুট তাদের উপহার হিসেবে দেবেন ব্রাজিলিয়ান পোস্টার বয়।

পেলের গোল ৭৭টি, নেইমারের ৭৯টি। তাহলে বুট কেন ৭৮ জোড়া। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো-এর ব্যাখ্যায় বলেছেন, পেলের চেয়ে একটি গোল বেশি- এটাকে ধরেই ৭৮ জোড়া বুট বানানো হয়েছে। গ্লোবো জানিয়েছে, বন্ধুবান্ধব, কোচ, সাবেক ও বর্তমান সতীর্থদের এসব বুট উপহার দেবেন নেইমার।

প্রতি জোড়া বুট নেইমারের একেকটি গোলের স্মারক হিসেবে দেওয়া হবে। এর বাইরে আরও এক জোড়া বিশেষ বুট সামাজিক যোগাযোগমাধ্যমে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে।