৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- Update Time : ১২:২০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / 143
নিজস্ব প্রতিবেদক
আবহাওয়া অধিদপ্তরের নদীবন্দরের সতর্কবার্তায় বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (২৭ আগস্ট) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষর করা আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য দেওয়া হয়।
মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, হারিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার সর্বশেষ পূর্বাভাসে দেশের আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
গতকাল শনিবার (২৬ আগস্ট) দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস মোংলায় এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কক্সবাজার জেলার কুতুবদিয়ায় ২৩ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশে সর্বোচ্চ ১৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে।