দুই কংগ্রেসম্যানের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর প্রতি যে নির্দেশনা এল

  • Update Time : ১০:২৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
  • / 116

নিজস্ব প্রতিবেদক:

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা দেখতে চায় যুক্তরাষ্ট্র। সরকার পতনের দাবির সঙ্গে সমঝোতার সুযোগ নেই বলছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিএনপিও তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না। তবে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি।

রোববার (১৩ আগস্ট) সফররত মার্কিন দুই কংগ্রেসম্যানের সঙ্গে বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এমন অবস্থান জানিয়েছেন।

বিকেলে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে চা-চক্র ও বৈঠক করেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিচার্ড ম্যাককোরমিক এবং হাওয়াইয়ের ডেমোক্র্যাট দলের কংগ্রেসম্যান এডওয়ার্ড কেইস।

এ বৈঠকে অংশ নেন আওয়ামী লীগের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ওয়াশিকা আয়েশা খান ও তামান্না নুসরাত (বুবলী), জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা সংসদ সদস্য শেরিফা কাদের, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল ও নাজমা আক্তার, বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সংসদ সদস্য হারুনুর রশিদ।

এ সময় পিটার হাস ছাড়াও মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও শ্রমবিষয়ক কর্মকর্তা ম্যাথিউ বেহ এবং উপরাজনৈতিক ও অর্থনৈতিকবিষয়ক কর্মকর্তা আর্তুরো হিনেস উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাংবাদিকদের বলেন, কংগ্রেসম্যানদের সঙ্গে বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচনী পরিবেশ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তাদের নিরপেক্ষ কিংবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে আমাদের দাবির কথা জানিয়েছি। এটাও বলেছি, একদলীয় শাসনের অধীনে গত দুটি নির্বাচন অগ্রহণযোগ্য হয়েছে। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে আশাবাদী জানিয়েছি। তারা জানতে চেয়েছিল বলেই এসব কথা হয়েছে বলে জানান এই বিএনপি নেতা।

শেরিফা কাদের জানান, বৈঠকে কংগ্রেসম্যানরা সার্বিক নির্বাচনী পরিস্থিতি ও পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছেন। তারাও বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন। আমরা আমাদের মতো করে বিষয়গুলো উপস্থাপন করেছি। সেইসঙ্গে বলেছি, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিবে।

Tag :

Please Share This Post in Your Social Media


দুই কংগ্রেসম্যানের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর প্রতি যে নির্দেশনা এল

Update Time : ১০:২৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা দেখতে চায় যুক্তরাষ্ট্র। সরকার পতনের দাবির সঙ্গে সমঝোতার সুযোগ নেই বলছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিএনপিও তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না। তবে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি।

রোববার (১৩ আগস্ট) সফররত মার্কিন দুই কংগ্রেসম্যানের সঙ্গে বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এমন অবস্থান জানিয়েছেন।

বিকেলে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে চা-চক্র ও বৈঠক করেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিচার্ড ম্যাককোরমিক এবং হাওয়াইয়ের ডেমোক্র্যাট দলের কংগ্রেসম্যান এডওয়ার্ড কেইস।

এ বৈঠকে অংশ নেন আওয়ামী লীগের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ওয়াশিকা আয়েশা খান ও তামান্না নুসরাত (বুবলী), জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা সংসদ সদস্য শেরিফা কাদের, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল ও নাজমা আক্তার, বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সংসদ সদস্য হারুনুর রশিদ।

এ সময় পিটার হাস ছাড়াও মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও শ্রমবিষয়ক কর্মকর্তা ম্যাথিউ বেহ এবং উপরাজনৈতিক ও অর্থনৈতিকবিষয়ক কর্মকর্তা আর্তুরো হিনেস উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাংবাদিকদের বলেন, কংগ্রেসম্যানদের সঙ্গে বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচনী পরিবেশ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তাদের নিরপেক্ষ কিংবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে আমাদের দাবির কথা জানিয়েছি। এটাও বলেছি, একদলীয় শাসনের অধীনে গত দুটি নির্বাচন অগ্রহণযোগ্য হয়েছে। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে আশাবাদী জানিয়েছি। তারা জানতে চেয়েছিল বলেই এসব কথা হয়েছে বলে জানান এই বিএনপি নেতা।

শেরিফা কাদের জানান, বৈঠকে কংগ্রেসম্যানরা সার্বিক নির্বাচনী পরিস্থিতি ও পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছেন। তারাও বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন। আমরা আমাদের মতো করে বিষয়গুলো উপস্থাপন করেছি। সেইসঙ্গে বলেছি, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিবে।