মালয়েশিয়ার কথা বলে নেওয়া ১৭ যুবক মিয়ানমারে জিম্মি
- Update Time : ১০:২৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
- / 140
জেলা প্রতিনিধি
মালয়েশিয়ার কথা বলে নেওয়া ১৭ যুবক মিয়ানমারে জিম্মি
মালয়েশিয়া নেয়ার কথা বলে মিয়ানমারে জিম্মি করে রাখা হয়েছে নারায়ণগঞ্জ ও নরসিংদীর ১৭ যুবককে। এমনই অভিযোগ করেছেন তাদের স্বজনরা। তারা জানিয়েছেন, এখন মুক্তিপণ দাবি করেছে একটি দালাল চক্র। উপার্জনক্ষমদের এই বন্দিদশায় দিশেহারা তাদের পরিবার। জিম্মি যুবকদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো।
বেশি বেতনে চাকরির আশায় গেল রমজান মাসে মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারের ১২ জন ও নরসিংদীর ৫ যুবক। তারা সবাই এখন মিয়ানমারের কারাগারে বন্দী।
ভুক্তভোগী পরিবারগুলো জানায়, মালয়েশিয়া নেয়ার কথা বলে মিয়ানমারে নিয়ে আটকে রেখে মুক্তিপণের দাবিতে তাদের ওপর নির্যাতন চলছে। দালাল জসীম, ইসমাইল ও আবুল চক্র দাবি করছে মুক্তিপণ।
ভুক্তভোগী একাধিক পরিবারের অভিযোগ, মালয়েশিয়া নেওয়ার কথা বলে মিয়ানমার নিয়ে গিয়ে আটকে রেখে মুক্তিপণের জন্য তাদের ওপর নির্যাতন চলছে। দালালরা পরিবারগুলোর কাছে দাবি করছে এ মুক্তিপণ।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নিখোঁজ ও জিম্মি ওই ১৭ যুবকের তালিকা করেছে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।
ওকাপের উপজেলা ফিল্ড অফিসার আমিনুল ইসলাম পরামর্শ দেন, যারা বিদেশ যেতে চায় তারা যেন বৈধ পথে দক্ষ হয়ে বিদেশ যায়।
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পাচার হওয়া যুবকদের বিষয়ে বিস্তারিত তথ্যসহ লিখিত অভিযোগ জানানোর পরামর্শ দেয়া হয়েছে স্বজনদের।
আড়াইহাজারের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ বলেন, অভিযোগ পেলে আমি জেলা প্রশাসক মহোদয়ের নিকট পাঠাবো এবং জেলা প্রশাসক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা নিবে।
এর আগে মালয়েশিয়ায় জিম্মি ও দালালদের নির্যাতনে নিহত হন আমিনুল নামের এক যুবক। এ ঘটনায় দালাল চক্রের সদস্য আবুল হোসেনকে গ্রেপ্তার করে আড়াইহাজার থানা পুলিশ।