নাটোরে এসপি অফিসের সামনে ছিনতাই, ওসির দাবি তেমন কিছু না

  • Update Time : ০৯:৩২:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
  • / 155

জেলা প্রতিনিধি

নাটোরে এসপি অফিসের সামনে ছিনতাই, ওসির দাবি তেমন কিছু না
নাটোরে পুলিশ সুপার অফিসের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের চাপাতির কোপে এক যুবকের পেট থেকে ভুড়ি বের হয়ে গেছে। একই সঙ্গে তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। তবে নাটোর সদরে ওসির ভাষ্য, ঘটনা তেমন কিছু না, হামলাকারীরা কিছুই নেয়নি।

শনিবার দিবাগত রাত দুইটার দিকে নাটোর জেলা পুলিশ সুপার ও জেলা ও দায়েরা আদালতের সামনে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো. রায়হান রানা (২৮)। তিনি শহরের দিঘাপতিয়া এলাকায় জনাব আলীর ছেলে।

রানার পরিবার জানিয়েছে, প্রথমে তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু জখম গুরুতর হওয়ায় তাৎক্ষনিক রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি আইসিইউতে ভর্তি আছেন, কোনো কথা বলতে পারছেনা।

ভাই মোহাম্মদ জন বলেন, রানা শনিবার রাতে অটোরিকশা করে বাড়ি ফিরছিলো। রাত দুইটার দিকে পুলিশ সুপার অফিসের সামনে আসতেই ৪-৫ জন ছিনতাইকারী তার কাছে থাকা মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ধস্তাধস্তি হলে ছিনতাইকারীরা চাপাতি দিয়ে কোপ দেয়। এতে পেটের বাম পাশে গুরুতর ঘখম হয়ে ভুড়ি বের হয়ে যায়। এরপর তারা মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে পালিয়ে যায়।

জন বলেন, কিছু দূরেই পুলিশ ভ্যান দাঁড়িয়ে ছিলো। কিন্তু রানা অনেক চিৎকার করলেও তারা এগিয়ে আসেনি।

এ ব্যাপারে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ নাছিম আহমেদ বলেন, ঘটনা তেমন কিছুই না। হামলাকারীরা কোনো কিছুই নেয়নি। বিষয়টি ছিনতাই নাকি অন্য কিছু সেটা খতিয়ে দেখা হচ্ছে।

নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমান বলেন, ছিনতাইকারীদের ধরতে পুলিশ জোরদার অভিযান চালাচ্ছে। শহরে ছিনতাইয়েই প্রবণতা কমিয়ে আনতে সব ছিনতাইকারীদের অল্প সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।

এদিকে ওই দিন দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলাইপুর এলাকায় আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

নাটোর সদরের সহকারী উপপরিদর্শক (এএসআই) আসমাউল হোসেন জানিয়েছেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে খেলনা পিস্তল দেখিয়ে অটোরিকশার চালকের কাছ থেকে ছিনতাইয়ের করার সময় উজ্জল কুমার সূত্রধর নামে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়েছে

Tag :

Please Share This Post in Your Social Media


নাটোরে এসপি অফিসের সামনে ছিনতাই, ওসির দাবি তেমন কিছু না

Update Time : ০৯:৩২:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩

জেলা প্রতিনিধি

নাটোরে এসপি অফিসের সামনে ছিনতাই, ওসির দাবি তেমন কিছু না
নাটোরে পুলিশ সুপার অফিসের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের চাপাতির কোপে এক যুবকের পেট থেকে ভুড়ি বের হয়ে গেছে। একই সঙ্গে তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। তবে নাটোর সদরে ওসির ভাষ্য, ঘটনা তেমন কিছু না, হামলাকারীরা কিছুই নেয়নি।

শনিবার দিবাগত রাত দুইটার দিকে নাটোর জেলা পুলিশ সুপার ও জেলা ও দায়েরা আদালতের সামনে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো. রায়হান রানা (২৮)। তিনি শহরের দিঘাপতিয়া এলাকায় জনাব আলীর ছেলে।

রানার পরিবার জানিয়েছে, প্রথমে তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু জখম গুরুতর হওয়ায় তাৎক্ষনিক রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি আইসিইউতে ভর্তি আছেন, কোনো কথা বলতে পারছেনা।

ভাই মোহাম্মদ জন বলেন, রানা শনিবার রাতে অটোরিকশা করে বাড়ি ফিরছিলো। রাত দুইটার দিকে পুলিশ সুপার অফিসের সামনে আসতেই ৪-৫ জন ছিনতাইকারী তার কাছে থাকা মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ধস্তাধস্তি হলে ছিনতাইকারীরা চাপাতি দিয়ে কোপ দেয়। এতে পেটের বাম পাশে গুরুতর ঘখম হয়ে ভুড়ি বের হয়ে যায়। এরপর তারা মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে পালিয়ে যায়।

জন বলেন, কিছু দূরেই পুলিশ ভ্যান দাঁড়িয়ে ছিলো। কিন্তু রানা অনেক চিৎকার করলেও তারা এগিয়ে আসেনি।

এ ব্যাপারে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ নাছিম আহমেদ বলেন, ঘটনা তেমন কিছুই না। হামলাকারীরা কোনো কিছুই নেয়নি। বিষয়টি ছিনতাই নাকি অন্য কিছু সেটা খতিয়ে দেখা হচ্ছে।

নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমান বলেন, ছিনতাইকারীদের ধরতে পুলিশ জোরদার অভিযান চালাচ্ছে। শহরে ছিনতাইয়েই প্রবণতা কমিয়ে আনতে সব ছিনতাইকারীদের অল্প সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।

এদিকে ওই দিন দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলাইপুর এলাকায় আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

নাটোর সদরের সহকারী উপপরিদর্শক (এএসআই) আসমাউল হোসেন জানিয়েছেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে খেলনা পিস্তল দেখিয়ে অটোরিকশার চালকের কাছ থেকে ছিনতাইয়ের করার সময় উজ্জল কুমার সূত্রধর নামে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়েছে