বঙ্গবাজারে আগুন: ফায়ার সার্ভিসের ৬ সদস্যসহ আহত ৮
- Update Time : ০২:৪২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / 167
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বঙ্গবাজারে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ছয় সদস্যসহ আটজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজন গুরুতর দগ্ধ। আহতাবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, আগুন নেভাতে গিয়ে আহত দুইজন গুরুতর দগ্ধ হয়েছেন। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
মো. মাইন উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টার পরে আগুন এখন নিয়ন্ত্রণে। তবে পুরোপুরি নির্বাপনে আরও ঘণ্টাখানেক সময় লাগবে। বাতাস ও উৎসুক জনতার ভিড়ের কারণে আগুন নেভাবে বেগ পোহাতে হচ্ছে।
মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর ৪৩টি ইউনিট যাওয়ার খবর জানায় ফায়ার সার্ভিস।
বঙ্গবাজারের আগুনে ফায়ার সার্ভিসের আহত সদস্যরা হচ্ছেন- রবিউল ইসলাম অন্তর (৩০), আতিকুর রহমান রাজন (৩৫), মেহেদী হাসান (২৮), ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বাবুল চক্রবর্তী (৫৮) ও সোহেল (৪৮)।
বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল, বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।