পাকিস্তানে পদদলিত হয়ে নারী-শিশুসহ নিহত ১২

  • Update Time : ১১:৫৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • / 145

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের করাচির একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে রমজানের বিনামূল্যের খাদ্য বিতরণের সময় পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) করাচির সিন্ধু ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা।

এফ কে ডাইং ফ্যাক্টরিটির পণ্য বিতরণ কেন্দ্রে চরম বিশৃঙ্খলা দেখা দিলে পদদলনের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী।

কর্তৃপক্ষ জানায়, জাকাত বিতরণের জন্য কর্মীদের পরিবারকে আমন্ত্রণ জানায় একটি বেসরকারি প্রতিষ্ঠান। এ সময় কোম্পানি প্রাঙ্গণে জমায়েত হন চার শতাধিক নারী। ভিড় আরও বাড়ার আশঙ্কায় দরজা বন্ধ করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভেতরে পর্যাপ্ত জায়গা না থাকায় গাদাগাদিতে পদদলিত হন অনেকে। অতিরিক্ত গরমে অনেকে অজ্ঞান হয়ে পড়ায় বেড়ে যায় হতাহতের সংখ্যা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তাদের কাছে নয়টি মরদেহ আনা হয়। এছাড়া আহত অবস্থায় আরও ছয়জনকে আনা হয়েছে।

এদিকে, দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, খাদ্য বিতরণের সময় পাশে থাকা একটি নালাতে পড়ে যান নারী ও শিশুসহ অসংখ্য মানুষ। তখন একে-অপরের ওপর চাপা পড়েন।

যে প্রতিষ্ঠানে দুর্ঘটনা ঘটেছে সেখানে প্রতিবছর রমজান মাসে বিনামূল্যে পণ্য ও যাকাত বিতরণ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


পাকিস্তানে পদদলিত হয়ে নারী-শিশুসহ নিহত ১২

Update Time : ১১:৫৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের করাচির একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে রমজানের বিনামূল্যের খাদ্য বিতরণের সময় পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) করাচির সিন্ধু ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা।

এফ কে ডাইং ফ্যাক্টরিটির পণ্য বিতরণ কেন্দ্রে চরম বিশৃঙ্খলা দেখা দিলে পদদলনের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী।

কর্তৃপক্ষ জানায়, জাকাত বিতরণের জন্য কর্মীদের পরিবারকে আমন্ত্রণ জানায় একটি বেসরকারি প্রতিষ্ঠান। এ সময় কোম্পানি প্রাঙ্গণে জমায়েত হন চার শতাধিক নারী। ভিড় আরও বাড়ার আশঙ্কায় দরজা বন্ধ করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভেতরে পর্যাপ্ত জায়গা না থাকায় গাদাগাদিতে পদদলিত হন অনেকে। অতিরিক্ত গরমে অনেকে অজ্ঞান হয়ে পড়ায় বেড়ে যায় হতাহতের সংখ্যা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তাদের কাছে নয়টি মরদেহ আনা হয়। এছাড়া আহত অবস্থায় আরও ছয়জনকে আনা হয়েছে।

এদিকে, দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, খাদ্য বিতরণের সময় পাশে থাকা একটি নালাতে পড়ে যান নারী ও শিশুসহ অসংখ্য মানুষ। তখন একে-অপরের ওপর চাপা পড়েন।

যে প্রতিষ্ঠানে দুর্ঘটনা ঘটেছে সেখানে প্রতিবছর রমজান মাসে বিনামূল্যে পণ্য ও যাকাত বিতরণ করা হয়।