লুক্সেমবার্গে ব্যক্তিগত গাড়ি ফেলে সবাই চড়ছেন গণপরিবহনে
- Update Time : ১০:৫১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
- / 170
আন্তর্জাতিক ডেস্কঃ
গেল ৩ বছর ধরে ইউরোপের দেশ লুক্সেমবার্গে গণপরিবহন সেবায় এসেছে পরিবর্তন। ফলও এসেছে হাতেহাতে। ব্যক্তিগত গাড়ি ফেলে শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী সবাই চড়ছেন গণপরিবহণে। বিনা খরচে ভ্রমণ করতে পেরে খুশি দেশটির নাগরিক ও পর্যটকেরাও।
অধিকাংশ দেশের এ চিত্র- পরিবহন ব্যবস্থায় মৌলিক অধিকার লঙ্ঘিত হবার পাশাপাশি যাত্রীদের যুদ্ধ করে আসন নিশ্চিত করতে হয়। তেল চিটচিটে সিট আর জ্যামে ঘন্টার পর ঘন্টা পার করতে হয় রাস্তায়।
তবে ব্যতিক্রম ইউরোপের দেশ লুক্সেমবার্গ। তীব্র যানযট দূর করতে ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি থেকে বাস, ট্রাম, ট্রেনসহ সব ধরনের গণপরিবহণ নাগরিক ও পর্যটকদের জন্য বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ করে দেয় দেশটি।
এর ফলও এসেছে হাতেহাতে। ব্যক্তিগত গাড়ি ফেলে সব শ্রেণি-পেশার মানুষ চড়ছেন গণপরিবহণে। বিনা খরচে ভ্রমণ করতে পেরে খুশি দেশটির নাগরিকরাও।
একসময় দেশটিতে প্রতি ১ হাজার নাগরিকের মধ্যে ৬শ’ ৯৬ জনেরই ছিল গাড়ি। ফলে মাত্রাতিরিক্ত ট্রাফিক এবং উচ্চমাত্রার কার্বন নির্গমনের শিকার হয় দেশটি। সঙ্গে ভয়ানক শব্দ দূষণ।
দেশটির সড়ক যোগাযোগ প্রশাসনের কর্মকর্তারা জানান, যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট এখন বিনা ভাড়ায়, তাই মানুষ দ্রুতই সিদ্ধান্ত নিতে পারে যে তারা ব্যক্তিগত গাড়ি নাকি গণপরিবহণ বেছে নেবেন।
দেশটির উপ-প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাউশ বলেন, এটি একটি ব্যয়বহুল প্রকল্প যার খরচ আসে কর থেকে। যাতায়াত ব্যবস্থাকে আরও উন্নত করতে বর্তমানে রেল সেক্টরে বিনিয়োগের দিকেও নজর রয়েছে বলে জানান তিনি।