ফিল্ডিংয়ে এলোমেলো কুমিল্লা, ১৭৬ রানের চ্যালেঞ্জ সিলেটের

  • Update Time : ০৯:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / 113

ক্রীড়া প্রতিবেদক:
আন্দ্রে রাসেলের করা ইনিংসের শেষ বল। ফ্রি হিট। ডিপ মিডউইকেটে উড়িয়ে মারলেন মুশফিকুর রহিম। ক্যাচ ধরে সামনে বল রেখে দিলেন লিটন। দ্রুত উইকেটের দিকে মারতে পারলে রানআউট হওয়ার সম্ভাবনা থাকতো। লিটন ভুলে গিয়েছিলেন এটি যে ফ্রি হিট। ফাইনালের মঞ্চে ফিল্ডিংয়ে শুরু থেকে এমন এলোমেলো দেখা গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।

বিপিএলের ট্রফির লড়াইয়ে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মুখোমুখি কুমিল্লা-সিলেট। টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা। নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমের ফিফটিতে ৭ উইকেটে ১৭৫ রান করে কুমিল্লা।

৪৮ বলে সর্বোচ্চ ৭৪ রান আসে মুশফিকের ব্যাট থেকে। ১১টি চার ও ১টি ছক্কায় এই রান করেন তিনি। ফিফটি করেন ৩৫ বলে। ওপেনিংয়ে নামা শান্তর ব্যাট থেকে আসে ৪৫ বলে ৬৪ রান। ফিফটি করেন ৩৯ বলে। ২৬ রানে ২ উইকেট হারানোর পর দুজনে খেলার হাল ধরেন।

তৌহিদ হৃদয়-থিসারা পেরেরা ফেরেন শূন্যরানে। জীবন পেয়েও রায়ান বার্লের ব্যাট থেকে আসে মাত্র আসে ১৩ রান। শেষ দিকে ১৮ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় সিলেট।

এ ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিপিএলে এক মৌসুমে পাঁচ’শ রানের রেকর্ড ছাড়িয়ে গেছেন শান্ত। ১৫ ইনিংসে শান্তর রান ৫১৬। ৩৯.৬৯ গড় ও ১১৬.৭৪ স্ট্রাইক রেটে শান্ত এ রান করেছেন। যেখানে চার মেরেছেন ৫৭টি। ছক্কা ১২টি। শান্তর চেয়ে রেকর্ডে কেবল এগিয়ে আছেন রাইলি রুশো। ২০১৮ মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে ১৩ ইনিংসে ৫৫৮ রান করেছিলেন রুশো। প্রোটিয়া এ ক্রিকেটার আগের মৌসুমেই ৪৯৫ রান করেছিলেন খুলনা টাইগার্সের হয়ে।

বাউন্ডারি লাইনে মিসসহ এই ম্যাচে ৫টি ক্যাচ ফেলে কুমিল্লা। দলটির হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ১টি করে উইকেট নেন আন্দ্রে রাসেল, তানভীর ইসলাম ও সুনীল নারিন।

 

Tag :

Please Share This Post in Your Social Media


ফিল্ডিংয়ে এলোমেলো কুমিল্লা, ১৭৬ রানের চ্যালেঞ্জ সিলেটের

Update Time : ০৯:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩

ক্রীড়া প্রতিবেদক:
আন্দ্রে রাসেলের করা ইনিংসের শেষ বল। ফ্রি হিট। ডিপ মিডউইকেটে উড়িয়ে মারলেন মুশফিকুর রহিম। ক্যাচ ধরে সামনে বল রেখে দিলেন লিটন। দ্রুত উইকেটের দিকে মারতে পারলে রানআউট হওয়ার সম্ভাবনা থাকতো। লিটন ভুলে গিয়েছিলেন এটি যে ফ্রি হিট। ফাইনালের মঞ্চে ফিল্ডিংয়ে শুরু থেকে এমন এলোমেলো দেখা গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।

বিপিএলের ট্রফির লড়াইয়ে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মুখোমুখি কুমিল্লা-সিলেট। টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা। নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমের ফিফটিতে ৭ উইকেটে ১৭৫ রান করে কুমিল্লা।

৪৮ বলে সর্বোচ্চ ৭৪ রান আসে মুশফিকের ব্যাট থেকে। ১১টি চার ও ১টি ছক্কায় এই রান করেন তিনি। ফিফটি করেন ৩৫ বলে। ওপেনিংয়ে নামা শান্তর ব্যাট থেকে আসে ৪৫ বলে ৬৪ রান। ফিফটি করেন ৩৯ বলে। ২৬ রানে ২ উইকেট হারানোর পর দুজনে খেলার হাল ধরেন।

তৌহিদ হৃদয়-থিসারা পেরেরা ফেরেন শূন্যরানে। জীবন পেয়েও রায়ান বার্লের ব্যাট থেকে আসে মাত্র আসে ১৩ রান। শেষ দিকে ১৮ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় সিলেট।

এ ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিপিএলে এক মৌসুমে পাঁচ’শ রানের রেকর্ড ছাড়িয়ে গেছেন শান্ত। ১৫ ইনিংসে শান্তর রান ৫১৬। ৩৯.৬৯ গড় ও ১১৬.৭৪ স্ট্রাইক রেটে শান্ত এ রান করেছেন। যেখানে চার মেরেছেন ৫৭টি। ছক্কা ১২টি। শান্তর চেয়ে রেকর্ডে কেবল এগিয়ে আছেন রাইলি রুশো। ২০১৮ মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে ১৩ ইনিংসে ৫৫৮ রান করেছিলেন রুশো। প্রোটিয়া এ ক্রিকেটার আগের মৌসুমেই ৪৯৫ রান করেছিলেন খুলনা টাইগার্সের হয়ে।

বাউন্ডারি লাইনে মিসসহ এই ম্যাচে ৫টি ক্যাচ ফেলে কুমিল্লা। দলটির হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ১টি করে উইকেট নেন আন্দ্রে রাসেল, তানভীর ইসলাম ও সুনীল নারিন।