বিবি পরিচালককে ‘আল-কুরআনে মোটিভেশন ডিপ্রেশন’ শুভেচ্ছা স্মারক প্রদান
- Update Time : ১১:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
- / 242
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি মোঃ রিয়াজুল হকের দ্বিতীয় বই ‘আল-কুরআনে মোটিভেশন ডিপ্রেশন’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন। প্রচ্ছদ করেছেন মোঃ জহিরুল হক।
বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এর পরিচালক মাকসুদা বেগম-কে ‘আল-কুরআনে মোটিভেশন ডিপ্রেশন’ বইটি এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে শুভেচ্ছা স্মারক হিসেবে প্রদান করা হয়।
পরিচালক মাকসুদা বেগম বলেন, বইটি নামের মধ্যেই গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করছে এবং বর্তমান সময়ের সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক। আশাকরি পবিত্র কুরআনের আলোকে মোটিভেশন এবং ডিপ্রেশন সম্পর্কে পাঠক অনেক কিছু জানতে পারবে। একইসাথে, তিনি লেখকের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বইটি নিয়ে লেখক মোঃ রিয়াজুল হক বলেন, পবিত্র গ্রন্থ আল-কুরআন মহাসাফল্য লাভের সন্ধান দেয়। কিন্তু এই মহাসাফল্য বলতে দুনিয়ায় অসীম ক্ষমতা লাভ কিংবা টাকা পয়সার মালিক হওয়াকে বোঝায় না। মহাসাফল্য বলতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত প্রাপ্তিকেই বোঝায়। অন্যদিকে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে হতাশ হবে তারা, যারা দুনিয়ায় আল্লাহর নির্দেশ অমান্য করে পাপাচারে লিপ্ত থাকত। এই বইয়ের মোটিভেশন-ডিপ্রেশন দুনিয়ার কোনো অর্জন বা ব্যর্থতা নিয়ে নয়। কারণ দুনিয়ার সবকিছুই নশ্বর, মূল্যহীন। মূলত বইটি পরকালের চিরস্থায়ী অর্জন বা ব্যর্থতার উপর লেখা হয়েছে।
উল্লেখ্য, মোঃ রিয়াজুল হকের জন্ম গোপালগঞ্জে এবং তিনি বাংলাদেশ ব্যাংকে, যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।