ঘন কুয়াশায় রাজশাহীতে বিমানের শিডিউল বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৪১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
  • / ১৮১ Time View

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা পড়ছে। দেরিতে সূর্যের দেখা মিললেও তা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। এতে শিডিউল বিপর্যয়ে পড়েছে রাজশাহী থেকে ঢাকাগামী ফ্লাইট। গড়ে প্রতিদিন দুই থেকে আড়াই ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হচ্ছে সকালের ফ্লাইট।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে প্রতিদিন গড়ে পাঁচটি বিমান ওঠানামা করে। সবগুলো বিমান ঢাকা থেকে রাজশাহী চলাচল করে। তবে গত সাতদিন ধরে সকালের প্রতিটি বিমানে দুই থেকে আড়াই ঘণ্টা শিডিউল বিপর্যয় ঘটছে। সবশেষ মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার ফ্লাইট ছেড়ে গেছে দুপুর সাড়ে ১২টায়।

রাজশাহী ও ঢাকায় ঘন কুয়াশার কারণে ফ্লাইট বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।

বিমানবন্দরের সিকিউরিটি ইনচার্জ খায়রুন নাহার বলেন, সকালে বিমানগুলোতে শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটছে। দুই থেকে আড়াই ঘণ্টা পর্যন্ত দেরিতে বিমান ছেড়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।

রাজশাহী হযরত শাহ মখদুম বিমানবন্দরের ম্যানেজার দিলারা পারভীন বলেন, সকালের দিকে শিডিউল বিপর্যয় ঘটছে। মূলত ঘন কুয়াশার কারণে এমনটি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

ঘন কুয়াশায় রাজশাহীতে বিমানের শিডিউল বিপর্যয়

Update Time : ০৭:৪১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা পড়ছে। দেরিতে সূর্যের দেখা মিললেও তা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। এতে শিডিউল বিপর্যয়ে পড়েছে রাজশাহী থেকে ঢাকাগামী ফ্লাইট। গড়ে প্রতিদিন দুই থেকে আড়াই ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হচ্ছে সকালের ফ্লাইট।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে প্রতিদিন গড়ে পাঁচটি বিমান ওঠানামা করে। সবগুলো বিমান ঢাকা থেকে রাজশাহী চলাচল করে। তবে গত সাতদিন ধরে সকালের প্রতিটি বিমানে দুই থেকে আড়াই ঘণ্টা শিডিউল বিপর্যয় ঘটছে। সবশেষ মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার ফ্লাইট ছেড়ে গেছে দুপুর সাড়ে ১২টায়।

রাজশাহী ও ঢাকায় ঘন কুয়াশার কারণে ফ্লাইট বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।

বিমানবন্দরের সিকিউরিটি ইনচার্জ খায়রুন নাহার বলেন, সকালে বিমানগুলোতে শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটছে। দুই থেকে আড়াই ঘণ্টা পর্যন্ত দেরিতে বিমান ছেড়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।

রাজশাহী হযরত শাহ মখদুম বিমানবন্দরের ম্যানেজার দিলারা পারভীন বলেন, সকালের দিকে শিডিউল বিপর্যয় ঘটছে। মূলত ঘন কুয়াশার কারণে এমনটি হচ্ছে।