সবার করের টাকা দিয়ে আজকের মহা অর্জন: অর্থমন্ত্রী
- Update Time : ০৪:০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
- / 166
নিজস্ব প্রতিবেদকঃ
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আপনাদের সবার করের টাকা দিয়েই আজকের মহা অর্জন।
বুধবার সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২২-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আমাদের কিছু কাজ আছে তা উদযাপন করতে হবে। আপনাদের সবার সাহায্য সহযোগিতা নিয়ে এ সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে জাতীয় রাজস্ব খাতে অনেক উন্নয়ন হয়েছে। প্রতিবছর ১৪ থেকে ১৫ শতাংশ আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি হয়। প্রধানমন্ত্রী দেশের মানুষকে একের পর এক উন্নয়ন উপহার দিয়ে যাচ্ছে।
মোস্তফা কামাল বলেন, আপনাদের করের টাকা দিয়ে আমরা আজ একটি মহা ক্ষণ উপভোগ করতে যাচ্ছি। ২০৪১ সালে আমাদের সকল প্রত্যাশা পূরণ করতে পারবো। ট্যাক্স দেওয়া শুধু দায়িত্ব নয়, ভালো কাজও। এটা ভেবে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করবো। এ দেশটি আমাদের। এ দেশের জন্য আমরা কাজ করবো।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, করদাতারা কর কেন দেবেন তাদের কাছে এই প্রশ্নটা সব সময় থাকে। এখন তারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। মেগা প্রকল্পগুলো এখন তাদের চোখের সামনে দৃশ্যমান।
এনবিআর মনে করে, কর প্রদানের আইনগত বাধ্যবাধকতা থাকলেও কর দাতাদের তাতে বাধ্য করা যাবে না। কর প্রদানে করদাতাদের স্বেচ্ছায় উদ্ভুদ্ধ হবে। ভালোবাসার জালের মাধ্যমে কর প্রদানে উৎসাহী করতে হবে। এজন্য এনবিআর কর প্রদানে স্বচ্ছতা আনতে কাজ করছে। যেন আরও সহজে কর প্রদান করা সম্ভব হয়। সেকেন্ডারি ডাটাবেজের মাধ্যমে সবার বিস্তারিত তথ্য আমরা নেয়ার চেষ্টা করছি।
জাতীয় রাজস্ব বোর্ড কাউছ মিয়াসহ ২০২১-২২ অর্থবছরের জন্য সেরা করদাতা হিসেবে মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ডের জন্য মনোনীত করেছে। সেরা করদাতাদের মধ্যে ব্যক্তি ক্যাটাগরিতে ৭৬ জন, কোম্পানি ক্যাটাগরিতে ৫৩ প্রতিষ্ঠান এবং অন্যান্য ক্যাটাগরিতে ১২টি প্রতিষ্ঠানসহ মোট ১৪১টি ব্যক্তি ও প্রতিষ্ঠান ট্যাক্স কার্ড পাচ্ছেন।