তাইজুলের তিন শিকারে চাপে ভারত

  • Update Time : ১১:৫৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
  • / 175

স্পোর্টস ডেস্কঃ

দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাতেই ফিরিয়েছিলেন দুই উদ্বোধনী ব্যাটারকে। মূল চ্যালেঞ্জের শুরু এরপরই। কেননা, ভারতের ব্যাটিংয়ের দুই মূল ভরসা চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি আসেন ক্রিজে। তাদের ব্যাট থেকে বল উড়ে পড়ছিল ফিল্ডারের আশেপাশে, কিন্তু অল্পের জন্য থেকে যাচ্ছিল নাগালের বাইরে। অবশেষে শর্ট লেগে দারুণ ক্যাচ নিলেন মোমিনুল।

আর তাইজুলের তিন শিকারে চাপে থেকেই লাঞ্চ বিরতিতে গেল ভারত। তার আগে ৩৬ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৮৬ রান। বিরাট কোহলি ১৮ রানে এবং ঋষভ পন্ট ১২ রানে অপরাজিত আছেন।

এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২২৭ রানে থেমেছে স্বাগতিকরা। ৭ উইকেট হাতে রেখে এখনও ১৪১ রানে পিছিয়ে আছে ভারত।

আগের দিনেই নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে ভারত। ৮ ওভার খেলে ১৯ রান তুলে কোনো উইকেট হারায়নি তারা। তবে শুক্রবার দিনের শুরুতেই ভারতের দুই ওপেনারকে তুলে নিয়ে উইকেটের মুখ খুললেন তাইজুল। পরে কোহলিকে নিয়ে জুটি বাঁধা পুজারাকেও লাঞ্চের আগে সাজঘরে ফেরত পাঠান এই স্পিনার।

দ্বিতীয় দিনের ষষ্ঠ ওভারে এসে সাফল্য এনে দেন তাইজুল। তার বলে পা বাড়িয়ে ডিফেন্ড করতে গেলে প্যাডে লাগে রাহুলের। কিন্তু আম্পায়ার আউট দেননি। পরে রিভিউ নিলে সাজঘরে ফিরতে হয় রাহুলকে। ১ চারে ৪৫ বল খেলে ১০ রান করে সাজঘরে ফেরত যান তিনি।

নিজের পরের ওভারেই আরেক উদ্বোধনী ব্যাটার শুভমন গিলকে আউট করেন তাইজুল। সুইপ করতে গেলে তার প্যাডে লাগে। এবার সরাসরি আউটই দেন আম্পায়ার। ১ চার ও ছক্কায় ৩৯ বলে ২০ রান করে আউট হন গিল।

এরপর ভয় ধরাচ্ছিলেন বিরাট কোহলি ও পূজারা। দুজন মিলে খেলে ফেলেছিলেন ৯২টি বল, তারা টিকে গেল বিপদ বয়ে আনতে পারেন সেটা সবারই জানা। তবে ঠিক ৯৩তম বলে এসেই ক্যাচ দেন পূজারা। শর্ট লেগে দাঁড়িয়ে সেটি ধরেনও মোমিনুল। এর আগে জাকির দাঁড়িয়ে ছিলেন এই জায়গায়, তার আশেপাশে কয়েকটি বলও পড়েছিল কিন্তু মুঠোয় জমাতে পারেননি।

মোমিনুল এবার ক্যাচটি ধরলেও কিছুটা দ্বিধা ছিল। থার্ড আম্পায়ারের শরণাপন্নও হতে হয় ফিল্ড আম্পায়ারদ্বয়ের। কয়েকটি অ্যাঙ্গেল ও জুম করে দেখে তিনি নিশ্চিত হন, ক্যাচ ধরার সময় মোমিনুলের আঙুল ছিল নিচে। কোহলির সঙ্গে ৩৪ রানের জুটি ভাঙে পূজারার। তিনি ২ চারে ৫৫ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন এই টপ অর্ডার।

প্রথম সেশনের বাকি সময়টুকু পার করেছেন ঋষভ পন্ট ও বিরাট কোহলি। সফরকারীদের তিনটি উইকেটই ঝুলিতে পুরেছেন তাইজুল ইসলাম।

Tag :

Please Share This Post in Your Social Media


তাইজুলের তিন শিকারে চাপে ভারত

Update Time : ১১:৫৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২

স্পোর্টস ডেস্কঃ

দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাতেই ফিরিয়েছিলেন দুই উদ্বোধনী ব্যাটারকে। মূল চ্যালেঞ্জের শুরু এরপরই। কেননা, ভারতের ব্যাটিংয়ের দুই মূল ভরসা চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি আসেন ক্রিজে। তাদের ব্যাট থেকে বল উড়ে পড়ছিল ফিল্ডারের আশেপাশে, কিন্তু অল্পের জন্য থেকে যাচ্ছিল নাগালের বাইরে। অবশেষে শর্ট লেগে দারুণ ক্যাচ নিলেন মোমিনুল।

আর তাইজুলের তিন শিকারে চাপে থেকেই লাঞ্চ বিরতিতে গেল ভারত। তার আগে ৩৬ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৮৬ রান। বিরাট কোহলি ১৮ রানে এবং ঋষভ পন্ট ১২ রানে অপরাজিত আছেন।

এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২২৭ রানে থেমেছে স্বাগতিকরা। ৭ উইকেট হাতে রেখে এখনও ১৪১ রানে পিছিয়ে আছে ভারত।

আগের দিনেই নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে ভারত। ৮ ওভার খেলে ১৯ রান তুলে কোনো উইকেট হারায়নি তারা। তবে শুক্রবার দিনের শুরুতেই ভারতের দুই ওপেনারকে তুলে নিয়ে উইকেটের মুখ খুললেন তাইজুল। পরে কোহলিকে নিয়ে জুটি বাঁধা পুজারাকেও লাঞ্চের আগে সাজঘরে ফেরত পাঠান এই স্পিনার।

দ্বিতীয় দিনের ষষ্ঠ ওভারে এসে সাফল্য এনে দেন তাইজুল। তার বলে পা বাড়িয়ে ডিফেন্ড করতে গেলে প্যাডে লাগে রাহুলের। কিন্তু আম্পায়ার আউট দেননি। পরে রিভিউ নিলে সাজঘরে ফিরতে হয় রাহুলকে। ১ চারে ৪৫ বল খেলে ১০ রান করে সাজঘরে ফেরত যান তিনি।

নিজের পরের ওভারেই আরেক উদ্বোধনী ব্যাটার শুভমন গিলকে আউট করেন তাইজুল। সুইপ করতে গেলে তার প্যাডে লাগে। এবার সরাসরি আউটই দেন আম্পায়ার। ১ চার ও ছক্কায় ৩৯ বলে ২০ রান করে আউট হন গিল।

এরপর ভয় ধরাচ্ছিলেন বিরাট কোহলি ও পূজারা। দুজন মিলে খেলে ফেলেছিলেন ৯২টি বল, তারা টিকে গেল বিপদ বয়ে আনতে পারেন সেটা সবারই জানা। তবে ঠিক ৯৩তম বলে এসেই ক্যাচ দেন পূজারা। শর্ট লেগে দাঁড়িয়ে সেটি ধরেনও মোমিনুল। এর আগে জাকির দাঁড়িয়ে ছিলেন এই জায়গায়, তার আশেপাশে কয়েকটি বলও পড়েছিল কিন্তু মুঠোয় জমাতে পারেননি।

মোমিনুল এবার ক্যাচটি ধরলেও কিছুটা দ্বিধা ছিল। থার্ড আম্পায়ারের শরণাপন্নও হতে হয় ফিল্ড আম্পায়ারদ্বয়ের। কয়েকটি অ্যাঙ্গেল ও জুম করে দেখে তিনি নিশ্চিত হন, ক্যাচ ধরার সময় মোমিনুলের আঙুল ছিল নিচে। কোহলির সঙ্গে ৩৪ রানের জুটি ভাঙে পূজারার। তিনি ২ চারে ৫৫ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন এই টপ অর্ডার।

প্রথম সেশনের বাকি সময়টুকু পার করেছেন ঋষভ পন্ট ও বিরাট কোহলি। সফরকারীদের তিনটি উইকেটই ঝুলিতে পুরেছেন তাইজুল ইসলাম।