বাংলাদেশ ব্যাংকের এডি পদের প্রিলিতে উত্তীর্ণ ৫৩৬৫ জন
- Update Time : ১০:৫৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
- / 336
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এক লাখ ৩৪ হাজার ৩৬৫জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন পাঁচ হাজার ৬৭১ জন।
বুধবার (২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
আগামী ১৮ নভেম্বর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে গত ২৮ অক্টোবর রাজধানীর ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী পরিচালক (জেনারেল) পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ২২৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) সাধারণ পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এই আদেশের ফলে গত ২৮ অক্টোবর সকাল ১০টায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের ‘সহকারী পরিচালক (জেনারেল)’ পদে নিয়োগ পরীক্ষার স্থগিতাদেশ চেয়ে দায়েরকৃত রিট পিটিশন এর উপর মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক গত ২৩ অক্টোবর তারিখে স্থগিতাদেশ প্রদান করা হয়। অদ্য ২৫ অক্টোবর তারিখে বাংলাদেশ সুপ্রিমকোর্টের মহামান্য চেম্বার জজ হাইকোর্ট বিভাগের উল্লিখিত আদেশের উপর স্থগিতাদেশ প্রদান করেন।