গাণিতিক বিশ্লেষণে বিশ্বে সর্বোচ্চ ত্যাগী নেতা বঙ্গবন্ধু: সুজিত রায় নন্দী

  • Update Time : ০৮:৩২:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
  • / 271

মহিউদ্দিন খান শাওন:

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জননেতা বাবু সুজিত রায় নন্দী বলেছেন, গাণিতিক বিশ্লেষণে বিশ্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন সর্বোচ্চ ত্যাগী নেতা।

রবিবার (২৮ আগস্ট) বিকালে রাজধানীর টি এন্ড টি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর রাজনৈতিক জীবনে ৪ হাজার ৬৮২ দিন কারাভোগ করেছেন। এর মধ্যে স্কুলের ছাত্র অবস্থায় ব্রিটিশ আমলে সাত দিন কারা ভোগ করেন। বাকি ৪ হাজার ৬৭৫ দিন তিনি কারাভোগ করেন পাকিস্তান সরকারের আমলে। মাত্র ৫৫ বছরে বয়সে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর মৃত্যু ঘটে।

দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা কারাবরণ করেছে ৯৮৫৫ দিন কিন্তু তার মৃত্যু হয়েছে ৯৫ বছর বয়সে এছাড়াও ভারতের মহাত্মা গান্ধী ২৩৩৮ দিন কারাবরণ করেছেন এবং ৭৮ বছর বয়সে হত্যাকান্ডে তার মৃত্যু হয়।

সেই হিসেবে বয়স ও ত্যাগের গাণিতিক হারে বিশ্বে বঙ্গবন্ধু সর্বচ্ছো ত্যাগী নেতা।

তিনি বলেন, ‘যত দিন বাংলাদেশ থাকবে, বাঙালি থাকবে, এ দেশের জনগণ থাকবে, তত দিনই বঙ্গবন্ধু সবার অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। নিপীড়িত-নির্যাতিত মানুষের মুক্তির আলোকবর্তিকা হয়ে তিনি বিশ্বকে করেছেন আলোকময়। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে বঙ্গবন্ধুর নীতি, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যে সবাইকে উদ্যোগী হতে হবে।’

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের আহমেদ।

টি এন্ড টি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন শেখের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের গর্ভনিং কমিটির সভাপতি মোহাম্মদ আবু তালেব, কলেজের অধ্যক্ষ কাজী কামরুজ্জামান, মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম খান বাবুল, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সাবেক ছাত্রনেতা উত্তম কুমার গুপ্ত, ছাত্রনেতা মিরাজ বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media


গাণিতিক বিশ্লেষণে বিশ্বে সর্বোচ্চ ত্যাগী নেতা বঙ্গবন্ধু: সুজিত রায় নন্দী

Update Time : ০৮:৩২:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২

মহিউদ্দিন খান শাওন:

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জননেতা বাবু সুজিত রায় নন্দী বলেছেন, গাণিতিক বিশ্লেষণে বিশ্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন সর্বোচ্চ ত্যাগী নেতা।

রবিবার (২৮ আগস্ট) বিকালে রাজধানীর টি এন্ড টি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর রাজনৈতিক জীবনে ৪ হাজার ৬৮২ দিন কারাভোগ করেছেন। এর মধ্যে স্কুলের ছাত্র অবস্থায় ব্রিটিশ আমলে সাত দিন কারা ভোগ করেন। বাকি ৪ হাজার ৬৭৫ দিন তিনি কারাভোগ করেন পাকিস্তান সরকারের আমলে। মাত্র ৫৫ বছরে বয়সে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর মৃত্যু ঘটে।

দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা কারাবরণ করেছে ৯৮৫৫ দিন কিন্তু তার মৃত্যু হয়েছে ৯৫ বছর বয়সে এছাড়াও ভারতের মহাত্মা গান্ধী ২৩৩৮ দিন কারাবরণ করেছেন এবং ৭৮ বছর বয়সে হত্যাকান্ডে তার মৃত্যু হয়।

সেই হিসেবে বয়স ও ত্যাগের গাণিতিক হারে বিশ্বে বঙ্গবন্ধু সর্বচ্ছো ত্যাগী নেতা।

তিনি বলেন, ‘যত দিন বাংলাদেশ থাকবে, বাঙালি থাকবে, এ দেশের জনগণ থাকবে, তত দিনই বঙ্গবন্ধু সবার অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। নিপীড়িত-নির্যাতিত মানুষের মুক্তির আলোকবর্তিকা হয়ে তিনি বিশ্বকে করেছেন আলোকময়। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে বঙ্গবন্ধুর নীতি, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যে সবাইকে উদ্যোগী হতে হবে।’

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের আহমেদ।

টি এন্ড টি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন শেখের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের গর্ভনিং কমিটির সভাপতি মোহাম্মদ আবু তালেব, কলেজের অধ্যক্ষ কাজী কামরুজ্জামান, মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম খান বাবুল, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সাবেক ছাত্রনেতা উত্তম কুমার গুপ্ত, ছাত্রনেতা মিরাজ বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।