বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, নিখোঁজ ১৩ জেলে
- Update Time : ০১:৩৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / 296
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা চার জেলে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে আরও ১৩ জন।
আজ মঙ্গলবার দুপুরে ট্রলারের মালিক লুৎফুল্লাহিল মজিব নিশান এ তথ্য নিশ্চিত করে জানান, ভোরে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে পটুয়াখালীর জেলার দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবে যায়। এ সময় পাশে থাকা একটি ট্রলার চার জেলেকে উদ্ধার করে। পরে তাদের পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর নিয়ে আসে।
জীবিত উদ্ধার ট্রলারের মাঝি মো. শামীম মোবাইল ফোনে তার স্বজনদের জানান, ট্রলারটি ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। এতে তিনিসহ চারজনকে অন্য একটি ট্রলার উদ্ধার করে। অন্যরা সবাই কেবিনের মধ্যে ছিলেন। তাদের কি অবস্থা তা তিনি জানেন না। সাগর উত্তাল থাকায় সেখানে কোনো ট্রলার নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, বঙ্গোপসাগরে তিন নম্বর সতর্ক সংকেত অব্যাহত থাকায় শত শত মাছ ধরা ট্রলার উপজেলার মৎস্য বন্দর আলীপুর এবং মহিপুরের শিববাড়িয়া নদীতে নিরাপদ আশ্রয় নিয়েছে।