শেয়ারবাজার: বিক্রয়ে নিরুৎসাহিত করার উদ্যোগ নেবে আইসিবি

  • Update Time : ১১:২৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
  • / 180

নিজস্ব প্রতিবেদক:

আগামী কয়েকদিন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোর ক্ষুদ্র বিনিয়োগকারী এবং অন্য স্টেকহোল্ডারদের সিকিউরিটিজ বিক্রয়ে নিরুৎসাহিত করার উদ্যোগ নেবে রাষ্ট্রীয় বিনিয়োগকারী এই প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১৭ মে) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে আইসিবি। বৈঠক শেষে রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টানা পাঁচ কার্যদিবসের পতনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ২৯৫ পয়েন্ট কমে যাওয়ার প্রেক্ষিতে এই জরুরি বৈঠকে বসে বিএসইসি ও আইসিবি। বর্তমান পরিস্থিতিতে পুঁজিবাজারে স্থিতিশীলতা রক্ষা করতে আইসিবি যেসব উদ্যোগ নিয়েছে তা জরুরি বৈঠকে তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে-

>> ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড থেকে ইতোমধ্যে পাওয়া এবং ভবিষ্যতে পাওয়া অর্থ সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগের মাধ্যমে পুঁজিবাজারে সাপোর্ট অব্যাহত রাখা হবে।

>> আগামী কয়েকদিন আইসিবি ও এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোর ক্ষুদ্র বিনিয়োগকারী এবং অন্য স্টেকহোল্ডারদের সিকিউরিটিজ বিক্রয়ে নিরুৎসাহিত করার উদ্যোগ নেবে।

>> ঢাকা স্টক এক্সচেঞ্জকে ৫০০ কোটি টাকার মেয়াদি আমানত দেওয়ার অনুরোধ জানিয়ে আইসিবি থেকে চিঠি দেওয়া হবে।

>> আইসিবির নিকট বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সংরক্ষিত মেয়াদি আমানতগুলো নবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বরাবর আইসিবি থেকে চিঠি দেওয়া হয়েছে, যা প্রতিষ্ঠানগুলো বিবেচনায় নিলে আপাতত নিম্নমুখী বাজারে শেয়ার বিক্রির মাধ্যমে আইসিবিকে অর্থ ফেরত দিতে হবে না।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় উপস্থিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সদস্যরা পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে আইসিবির নেওয়া পদক্ষেপগুলোর জন্য সন্তোষ প্রকাশ করেন। এ ব্যাপারে সরকারের নীতিনির্ধারণী মহলের কাছে বিষয়গুলো তুলে ধরাসহ বিএসইসির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।

বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে আইসিবির পরিচালনা বোর্ড রুমে অনুষ্ঠিত এ বৈঠকে বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম, সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেন, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন গাজী এবং আইসিবির সাবসিডিয়ারি কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

শেয়ারবাজার: বিক্রয়ে নিরুৎসাহিত করার উদ্যোগ নেবে আইসিবি

Update Time : ১১:২৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক:

আগামী কয়েকদিন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোর ক্ষুদ্র বিনিয়োগকারী এবং অন্য স্টেকহোল্ডারদের সিকিউরিটিজ বিক্রয়ে নিরুৎসাহিত করার উদ্যোগ নেবে রাষ্ট্রীয় বিনিয়োগকারী এই প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১৭ মে) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে আইসিবি। বৈঠক শেষে রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টানা পাঁচ কার্যদিবসের পতনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ২৯৫ পয়েন্ট কমে যাওয়ার প্রেক্ষিতে এই জরুরি বৈঠকে বসে বিএসইসি ও আইসিবি। বর্তমান পরিস্থিতিতে পুঁজিবাজারে স্থিতিশীলতা রক্ষা করতে আইসিবি যেসব উদ্যোগ নিয়েছে তা জরুরি বৈঠকে তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে-

>> ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড থেকে ইতোমধ্যে পাওয়া এবং ভবিষ্যতে পাওয়া অর্থ সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগের মাধ্যমে পুঁজিবাজারে সাপোর্ট অব্যাহত রাখা হবে।

>> আগামী কয়েকদিন আইসিবি ও এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোর ক্ষুদ্র বিনিয়োগকারী এবং অন্য স্টেকহোল্ডারদের সিকিউরিটিজ বিক্রয়ে নিরুৎসাহিত করার উদ্যোগ নেবে।

>> ঢাকা স্টক এক্সচেঞ্জকে ৫০০ কোটি টাকার মেয়াদি আমানত দেওয়ার অনুরোধ জানিয়ে আইসিবি থেকে চিঠি দেওয়া হবে।

>> আইসিবির নিকট বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সংরক্ষিত মেয়াদি আমানতগুলো নবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বরাবর আইসিবি থেকে চিঠি দেওয়া হয়েছে, যা প্রতিষ্ঠানগুলো বিবেচনায় নিলে আপাতত নিম্নমুখী বাজারে শেয়ার বিক্রির মাধ্যমে আইসিবিকে অর্থ ফেরত দিতে হবে না।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় উপস্থিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সদস্যরা পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে আইসিবির নেওয়া পদক্ষেপগুলোর জন্য সন্তোষ প্রকাশ করেন। এ ব্যাপারে সরকারের নীতিনির্ধারণী মহলের কাছে বিষয়গুলো তুলে ধরাসহ বিএসইসির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।

বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে আইসিবির পরিচালনা বোর্ড রুমে অনুষ্ঠিত এ বৈঠকে বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম, সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেন, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন গাজী এবং আইসিবির সাবসিডিয়ারি কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।