চাঁদপুর জেলা জজের খাস কামরা ও এজলাসে চুরির ঘটনায় প্রধান চোর আটক

  • Update Time : ০২:২৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • / 227

শাওন পাটওয়ারী, চাঁদপুর:

চাঁদপুর জেলা ও দায়রা জজের খাস কামরা এবং এজলাসে দুর্ধর্ষ চুরির ঘটনায় চোর সৌরভ(২৫) কে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।

রবিবার রাত ১০ টায় শহরের চেয়ারম্যান ঘাট এলাকার আদালতের সামনে মুক্তি প্যাথলজির সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক চোর সৌরভ অকপটে চুরির ঘটনায় স্বিকার করেছে। চুরির সময় সে প্রচুর পরিমান সিডিল ট্যাবলেট ও ডিসেন্ট ট্যাবলেট খেয়ে নেশা করে চুরির ঘটনাটি ঘটিয়েছে বলে স্বীকার করে।

সে আরো জানায় তার ছোট ভাইকে ঈদের জামা কাপড় কিনে দিতে টাকা না থাকায় চুরির ঘটনাটি ঘটিয়েছে। সন্ধ্যার পর সৌরভ ভাঙ্গা জানালা দিয়ে চাঁদপুর জেলা ও দায়রা জজের খাস কামরা এবং এজলাসে প্রবেশ করে টেবিলে রাখা কাগজ পত্র তছনছ করে টাকা খুজে। টাকা না পেয়ে বৈদ্যুতিক যন্ত্রপাতি, সিসিটিভি ক্যামেরার মনিটর, কম্পিউটার সিপিও, টিসু বক্স, চশমা, মাইক সেট, পানি গরম রাখার ফ্লাক্স, গাড়ীর কাগজ, বেশ কয়েকটি মাল্টিফ্লাগ বস্তায় ঢুকিয়ে আদালত থেকে রাত ১১ টায় বের হয়ে আসে। রাতে নেশা কেটে গেলে সে জজ আদালতের কথা চিন্তা করে সকল চুরির মালামাল রাস্তার পাশে নার্সারিতে ফেলে রাখে।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ জানান,চোর সৌরভকে রবিবার রাতে শহরের চেয়ারম্যান ঘাট এলাকার আদালতের সামনে মুক্তি প্যাথলজির সামনে থেকে তাকে আটক করা হয়। সে চুরির ঘটনা স্বিকার করেছে। তার বিরুদ্ধে চুরি মামলায় কোর্টে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


চাঁদপুর জেলা জজের খাস কামরা ও এজলাসে চুরির ঘটনায় প্রধান চোর আটক

Update Time : ০২:২৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২

শাওন পাটওয়ারী, চাঁদপুর:

চাঁদপুর জেলা ও দায়রা জজের খাস কামরা এবং এজলাসে দুর্ধর্ষ চুরির ঘটনায় চোর সৌরভ(২৫) কে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।

রবিবার রাত ১০ টায় শহরের চেয়ারম্যান ঘাট এলাকার আদালতের সামনে মুক্তি প্যাথলজির সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক চোর সৌরভ অকপটে চুরির ঘটনায় স্বিকার করেছে। চুরির সময় সে প্রচুর পরিমান সিডিল ট্যাবলেট ও ডিসেন্ট ট্যাবলেট খেয়ে নেশা করে চুরির ঘটনাটি ঘটিয়েছে বলে স্বীকার করে।

সে আরো জানায় তার ছোট ভাইকে ঈদের জামা কাপড় কিনে দিতে টাকা না থাকায় চুরির ঘটনাটি ঘটিয়েছে। সন্ধ্যার পর সৌরভ ভাঙ্গা জানালা দিয়ে চাঁদপুর জেলা ও দায়রা জজের খাস কামরা এবং এজলাসে প্রবেশ করে টেবিলে রাখা কাগজ পত্র তছনছ করে টাকা খুজে। টাকা না পেয়ে বৈদ্যুতিক যন্ত্রপাতি, সিসিটিভি ক্যামেরার মনিটর, কম্পিউটার সিপিও, টিসু বক্স, চশমা, মাইক সেট, পানি গরম রাখার ফ্লাক্স, গাড়ীর কাগজ, বেশ কয়েকটি মাল্টিফ্লাগ বস্তায় ঢুকিয়ে আদালত থেকে রাত ১১ টায় বের হয়ে আসে। রাতে নেশা কেটে গেলে সে জজ আদালতের কথা চিন্তা করে সকল চুরির মালামাল রাস্তার পাশে নার্সারিতে ফেলে রাখে।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ জানান,চোর সৌরভকে রবিবার রাতে শহরের চেয়ারম্যান ঘাট এলাকার আদালতের সামনে মুক্তি প্যাথলজির সামনে থেকে তাকে আটক করা হয়। সে চুরির ঘটনা স্বিকার করেছে। তার বিরুদ্ধে চুরি মামলায় কোর্টে প্রেরন করা হয়েছে।