ইবিতে নবীন শিক্ষার্থীদের হাতে হাতে ‘বঙ্গবন্ধুর শত কবিতা’
- Update Time : ১২:১৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / 199
রাকিব হোসেন, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের দেড়শো নবীন শিক্ষার্থীর মাঝে ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শত কবিতা’ বই বিতরণ করা হয়েছে।
শুক্রবার বেলা এক টায় ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে নিজ উদ্যোগে এসব বই বিতরণ করেন ইবি ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন।
বই বিতরণকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলামিন জোর্য়াদার, সাবেক সাংগঠনিক সম্পাদক তৌকির মাহফুজ মাসুদসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বইটির সম্পাদনা করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য।
এ বিষয়ে মিজানুর রহমান লালন বলেন, ’বঙ্গবন্ধুর জীবন থেকে আমাদের সবারই শেখার আছে। তার জীবন ও আদর্শে সবাই বেড়ে উঠবে এই প্রত্যাশা থেকেই আমাদের আজকের আয়োজন। আমরা নবাগত শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মীদের মাঝে দেড়শো বই বিতরণ করেছি। এতে করে নবীনরা মুজিবীয় চেতনায় উদ্বুদ্ধ হবে বলে আশা রাখি।’