আইপিএলে ডাক পেলেন তাসকিন

  • Update Time : ০৪:১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
  • / 190

স্পোর্টস ডেস্কঃ 

আইপিএলে খেলার প্রস্তাব পেলেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। আইপিএলের এবারের আসরে পুরো মৌসুমের জন্য তাকে দলে পেতে চায় নতুন ফ্রাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টস।

রোববার (২০ মার্চ) তাকে খেলার প্রস্তাব দিয়েছে লখনৌ। এই প্রস্তাবে রাজি হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টেস্টের আগেই ভারতের উদ্দেশে রওনা দিতে হবে তাসকিনকে।

লখনৌ জানিয়েছে, কনুইয়ের চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন মার্ক উড। তার জায়গায় এখনও কারো নাম ঘোষণা হয়নি। তাই উডের জায়গায় তাসকিনকে চাওয়া হয়েছে।

এদিকে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলেন, আমরা এই সম্পর্কে অবগত। তাকে ছাড়পত্র দেওয়া হবে কি না এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এই মুহুর্তে তার দক্ষিণ আফ্রিকা সফর আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

অপরদিকে সোমবারের (২১ মার্চ) মধ্যেই নিজের সিদ্ধান্তের কথা জানাতে হবে তাসকিনকে। রাজি হলে এই আসরে মোস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইপিএলে নাম লেখাবেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media


আইপিএলে ডাক পেলেন তাসকিন

Update Time : ০৪:১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২

স্পোর্টস ডেস্কঃ 

আইপিএলে খেলার প্রস্তাব পেলেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। আইপিএলের এবারের আসরে পুরো মৌসুমের জন্য তাকে দলে পেতে চায় নতুন ফ্রাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টস।

রোববার (২০ মার্চ) তাকে খেলার প্রস্তাব দিয়েছে লখনৌ। এই প্রস্তাবে রাজি হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টেস্টের আগেই ভারতের উদ্দেশে রওনা দিতে হবে তাসকিনকে।

লখনৌ জানিয়েছে, কনুইয়ের চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন মার্ক উড। তার জায়গায় এখনও কারো নাম ঘোষণা হয়নি। তাই উডের জায়গায় তাসকিনকে চাওয়া হয়েছে।

এদিকে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলেন, আমরা এই সম্পর্কে অবগত। তাকে ছাড়পত্র দেওয়া হবে কি না এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এই মুহুর্তে তার দক্ষিণ আফ্রিকা সফর আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

অপরদিকে সোমবারের (২১ মার্চ) মধ্যেই নিজের সিদ্ধান্তের কথা জানাতে হবে তাসকিনকে। রাজি হলে এই আসরে মোস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইপিএলে নাম লেখাবেন তিনি।