লেভানদোভস্কির হ্যাটট্রিকে শেষ আটে বায়ার্ন

  • Update Time : ০৩:১৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
  • / 127

স্পোর্টস ডেস্কঃ

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে দলটি কোনোমতে হার এড়িয়েছিল। এবার ঘরের মাঠে রীতিমত বিধ্বংসী রূপে সালসবুর্গকে গোল বন্যায় ভাসিয়ে পরের ধাপে পা রেখেছে ইউলিয়ান নাগেলসমানের দল।

মঙ্গলবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় শেষ ষোলোর ফিরতি লেগে সালসবুর্গকে ৭-১ গোলের ব্যবধানে হারায় বায়ার্ন। লেভানদোভস্কির তিন গোলের পর ব্যবধান বাড়ান সের্গে জিনাব্রি। বিরতির পর জোড়া গোল করেন টমাস মুলার। শেষ দিকে জালের দেখা পান লেরয় সানে।

প্রথম লেগে বিবর্ণ ফুটবল খেলা বায়ার্ন এবার সমালোচকদের জবাব দিয়েছে দাপুটে খেলেই। ২৩ মিনিটের মধ্যেই লেভানদোভস্কির হ্যাটট্রিকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় জার্মান ক্লাবটি। রুটা দ্বাদশ মিনিটে, পেনাল্টি গোলে। ২১তম মিনিটে আরেকটি স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন পোলিশ ফরোয়ার্ড। দুবারই তিনি নিজে প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি দেন রেফারি।

দুই মিনিট পরে হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানদোভস্কি। মাঝমাঠ থেকে মুলারের লম্বা পাস ক্লিয়ার করতে বক্সের বাইরে বেরিয়ে এসেছিলেন সালসবুর্গ গোলরক্ষক। সেই সুযোগটাই কাজে লাগান লেভানদোভস্কি। প্রথমে বল পোস্টে লেগে ফিরলে পরে আলতো ছোঁয়ায় সময় নিয়ে সেটি জালে জড়ান তিনি। ১১ মিনিটের ব্যবধানে পূরণ করেন হ্যাটট্রিক।

লেভার হ্যাটট্রিকের পর ৩১তম মিনিটে কোম্যানের পাস থেকে ব্যবধান আরও বাড়ান জিনাব্রি। ফলে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মান ক্লাবটি।

দ্বিতীয়ার্ধেও যথারীতি আধিপত্য ধরে রাখে বায়ার্ন। ৫৪তম মিনিটে দারুণ গোলে স্কোরলাইন ৫-০ করে ফেলেন মুলার। সানের পাস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন জার্মান ফরোয়ার্ড।

৭০তম মিনিটে সান্ত্বনার একটি গোল পায় সালসবুর্গ। বদলি হিসেবে নেমে গোল করেন ১৮ বছর বয়সী কমান কাইগার্ড। চ্যাম্পিয়ন্স লিগে এটিই তার প্রথম গোল।

শেষ দিকে আরও দুই গোল করে বড় জয় নিশ্চিত করে বায়ার্ন।

৮৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল তুলে নেন মুলার। এক মিনিট পর লেভানদোভস্কির ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে গোল উৎসবে সঙ্গী হন লেরয় সানেও।

এমন জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল ছয়বারের চ্যাম্পিয়নরা।

Tag :

Please Share This Post in Your Social Media


লেভানদোভস্কির হ্যাটট্রিকে শেষ আটে বায়ার্ন

Update Time : ০৩:১৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২

স্পোর্টস ডেস্কঃ

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে দলটি কোনোমতে হার এড়িয়েছিল। এবার ঘরের মাঠে রীতিমত বিধ্বংসী রূপে সালসবুর্গকে গোল বন্যায় ভাসিয়ে পরের ধাপে পা রেখেছে ইউলিয়ান নাগেলসমানের দল।

মঙ্গলবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় শেষ ষোলোর ফিরতি লেগে সালসবুর্গকে ৭-১ গোলের ব্যবধানে হারায় বায়ার্ন। লেভানদোভস্কির তিন গোলের পর ব্যবধান বাড়ান সের্গে জিনাব্রি। বিরতির পর জোড়া গোল করেন টমাস মুলার। শেষ দিকে জালের দেখা পান লেরয় সানে।

প্রথম লেগে বিবর্ণ ফুটবল খেলা বায়ার্ন এবার সমালোচকদের জবাব দিয়েছে দাপুটে খেলেই। ২৩ মিনিটের মধ্যেই লেভানদোভস্কির হ্যাটট্রিকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় জার্মান ক্লাবটি। রুটা দ্বাদশ মিনিটে, পেনাল্টি গোলে। ২১তম মিনিটে আরেকটি স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন পোলিশ ফরোয়ার্ড। দুবারই তিনি নিজে প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি দেন রেফারি।

দুই মিনিট পরে হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানদোভস্কি। মাঝমাঠ থেকে মুলারের লম্বা পাস ক্লিয়ার করতে বক্সের বাইরে বেরিয়ে এসেছিলেন সালসবুর্গ গোলরক্ষক। সেই সুযোগটাই কাজে লাগান লেভানদোভস্কি। প্রথমে বল পোস্টে লেগে ফিরলে পরে আলতো ছোঁয়ায় সময় নিয়ে সেটি জালে জড়ান তিনি। ১১ মিনিটের ব্যবধানে পূরণ করেন হ্যাটট্রিক।

লেভার হ্যাটট্রিকের পর ৩১তম মিনিটে কোম্যানের পাস থেকে ব্যবধান আরও বাড়ান জিনাব্রি। ফলে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মান ক্লাবটি।

দ্বিতীয়ার্ধেও যথারীতি আধিপত্য ধরে রাখে বায়ার্ন। ৫৪তম মিনিটে দারুণ গোলে স্কোরলাইন ৫-০ করে ফেলেন মুলার। সানের পাস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন জার্মান ফরোয়ার্ড।

৭০তম মিনিটে সান্ত্বনার একটি গোল পায় সালসবুর্গ। বদলি হিসেবে নেমে গোল করেন ১৮ বছর বয়সী কমান কাইগার্ড। চ্যাম্পিয়ন্স লিগে এটিই তার প্রথম গোল।

শেষ দিকে আরও দুই গোল করে বড় জয় নিশ্চিত করে বায়ার্ন।

৮৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল তুলে নেন মুলার। এক মিনিট পর লেভানদোভস্কির ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে গোল উৎসবে সঙ্গী হন লেরয় সানেও।

এমন জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল ছয়বারের চ্যাম্পিয়নরা।