বেলারুশে তৃতীয় বৈঠকের প্রস্তুতি

  • Update Time : ০১:০০:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • / 138

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়া-ইউক্রেনের চলমান সংকট নিরসনে পূর্বের দুই বৈঠকে সমাধান না আসায় তৃতীয় বৈঠকে বসতে যাচ্ছে প্রতিনিধি দল।

সোমবার (৭ মার্চ) বেলারুশে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও এবারের বৈঠকের নির্দিষ্ট সময় এবং স্থানের বিষয়টি কোনও পক্ষই জানায়নি। আগের দুই বৈঠক অনুষ্ঠিত হয় পশ্চিম বেলারুশের ব্রেস্ট অঞ্চলে।

এদিকে বৈঠক করে কোনো সমাধান হবে না বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, রুশ প্রেসিডেন্ট পুতিন বারবার বলছেন মস্কোর শর্ত পূরণে ইউক্রেন প্রতিশ্রুতি না দিলে যুদ্ধ বন্ধ হবে না।

শর্তগুলো হলো- একটি নিরপেক্ষ ও পরমাণু অস্ত্রমুক্ত দেশ হিসেবে ইউক্রেনের অবস্থান স্পষ্ট করা, দেশটি থেকে নাৎসীবাদ নির্মূল, ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকার করে নেওয়া এবং দেশটির পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।
সূত্র: আলজাজিরা

Tag :

Please Share This Post in Your Social Media


বেলারুশে তৃতীয় বৈঠকের প্রস্তুতি

Update Time : ০১:০০:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়া-ইউক্রেনের চলমান সংকট নিরসনে পূর্বের দুই বৈঠকে সমাধান না আসায় তৃতীয় বৈঠকে বসতে যাচ্ছে প্রতিনিধি দল।

সোমবার (৭ মার্চ) বেলারুশে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও এবারের বৈঠকের নির্দিষ্ট সময় এবং স্থানের বিষয়টি কোনও পক্ষই জানায়নি। আগের দুই বৈঠক অনুষ্ঠিত হয় পশ্চিম বেলারুশের ব্রেস্ট অঞ্চলে।

এদিকে বৈঠক করে কোনো সমাধান হবে না বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, রুশ প্রেসিডেন্ট পুতিন বারবার বলছেন মস্কোর শর্ত পূরণে ইউক্রেন প্রতিশ্রুতি না দিলে যুদ্ধ বন্ধ হবে না।

শর্তগুলো হলো- একটি নিরপেক্ষ ও পরমাণু অস্ত্রমুক্ত দেশ হিসেবে ইউক্রেনের অবস্থান স্পষ্ট করা, দেশটি থেকে নাৎসীবাদ নির্মূল, ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকার করে নেওয়া এবং দেশটির পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।
সূত্র: আলজাজিরা